<p><strong>প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা :</strong> ৩ মাসের কন্যাসন্তান কোলে কোনওক্রমে পালিয়ে এসেছে মা। অভিযোগ, মেয়ে জন্ম হওয়ায় মেরে ফেলতে চায় বাবা। প্রতিনিয়ত মারধর করে মেয়েকে, আছড়ে ফেলে উপর থেকে। মেয়েকে বিক্রি করে দিতে ক্রমান্বয়ে চাপ দেয় মায়ের উপর বলে অভিযোগ। দাবি না মানলে, ' মেয়েকে কেটে মাংস খাবে' ! এই কথা শুনে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আসেন মা। ভয়াবহ ঘটনাটি বোধজংনগর থানা এলাকায় ঘটেছে।</p> <p>[yt]https://www.youtube.com/watch?v=6Zch3Dt1ovo[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="ধুলিয়ানে বাবা-ছেলেকে খুনে গ্রেফতার বেড়ে ৩, ধৃতদের মধ্যে কজন বাংলাদেশি আছে? প্রশ্ন বিরোধীদের !" href="https://ift.tt/sjVWzxY" target="_self">ধুলিয়ানে বাবা-ছেলেকে খুনে গ্রেফতার বেড়ে ৩, ধৃতদের মধ্যে কজন বাংলাদেশি আছে? প্রশ্ন বিরোধীদের !</a></p> <p>প্রয়োজনে রাস্তায় থাকবেন বলে কন্যাটির মা খালি হাতে নিজের স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। হাসপাতালে শিশুটির চিকিৎসা করাতে আসার পর শহরের একটি সেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে গত মঙ্গলবার কন্যার মা বিস্তারিত খুলে বলেন। মায়ের স্পষ্ট কথা,'আমি প্রয়োজনে একটি অনাথ আশ্রমে চলে যাব। ও অনেকদিন বাচ্চাকে মেরেছে' ! এদিন নিজের স্বামীর নাম মুখে নিয়ে বিচার চাইলেন মেয়েটির মা।</p> <p> </p>
from india https://ift.tt/vf8No0I
via IFTTT
0 Comments