Donald Trump: চিনের উপর এবার শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশের কোপ, বাকিদের নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন ট্রাম্প !

<p><strong>নয়াদিল্লি:</strong> ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে গোটা বিশ্বে চর্চা চরমে। গ্রাফে যখন উদ্বেগের রেখা তির্যক, ঠিক তখনই বড় বার্তা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট হোয়াইট হাউজের। আমেরিকার নয়া শুল্কনীতি আগামী ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।</p> <p>[yt]https://www.youtube.com/watch?v=Ln25gkHTMMs[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="একইদিনে ফের বদলে গেল সোনা-রুপোর দাম, সস্তা হল রুপো; সোনা কিনতে এখন কত খরচ হবে ?" href="https://ift.tt/L2hPBqO" target="_self">একইদিনে ফের বদলে গেল সোনা-রুপোর দাম, সস্তা হল রুপো; সোনা কিনতে এখন কত খরচ হবে ?</a></p> <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"> <p dir="ltr" lang="en">NEW TRUTH SOCIAL FROM PRESIDENT TRUMP:<br /><br />🇨🇳125% TARIFF ON CHINA <br />🌎90-DAY PAUSE &amp; LOWERED 10% RECIPROCAL TARIFF FOR OTHER COUNTRIES<br /><br />🚨EFFECTIVE IMMEDIATELY <a href="https://t.co/Gt5Bd6276m">pic.twitter.com/Gt5Bd6276m</a></p> &mdash; The White House (@WhiteHouse) <a href="https://twitter.com/WhiteHouse/status/1910025543434789291?ref_src=twsrc%5Etfw">April 9, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>আমেরিকার নয়া শুল্কনীতি আগামী ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কপাল পুড়ল শুধু চিনের। কারণ চিন ছাড়া বাকি সকল দেশের জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে। চিন ছাড়া বিশ্বের বাকি দেশগুলিতে ফিরল আপাতত স্বস্তি। যদিও চিনের উপর শুল্কের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আজ্ঞে হ্যাঁ, এবার চিনা পণ্যের উপর ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।&nbsp;</p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>

from india https://ift.tt/CuN3kJX
via IFTTT

Post a Comment

0 Comments

Migrant Worker Attacked: পরিযায়ী শ্রমিককে ধারালো অস্ত্রের আঘাত, 'ভিক্ট্রি সাইন' দেখিয়ে পাশে দাঁড়িয়ে পোজ দিল অভিযুক্ত নাবালক