Viral News: তিন সন্তানের মা বিয়ে করলেন দ্বাদশ শ্রেণির ছাত্রকে, আগের জীবন ভুলে শবনম হলেন শিবানী

<p><strong>অমরোহা:</strong> আগে দু'বার সংসার পেতেছিলেন বটে। কিন্তু সংসার সুখের হয়নি দু'বারই। তৃতীয় বারে অধরা স্বপ্ন পূরণ হবে কি না, জানা নেই। তবে তৃতীয় বিয়েতে নিজেকে পুরোপুরি বদলে নিলেন উত্তরপ্রদেশের অমরোহার তরুণী শবনম। আগের পক্ষের তিন সন্তানকেও ছেড়ে তৃতীয় বার বিয়ে করলেন তিনি। যাঁকে বিয়ে করেছেন তিনি, সেই তরুণ হিন্দু বলে ধর্মান্তরিত হয়েছেন শবনম। নাম পাল্টে ফেলে হয়েছেন শিবানী। এই পর্যন্ত খটকা না লাগলেও, শিবানীর তৃতীয় স্বামীর পরিচয় সামনে আসতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। কারণ ৩০ বছর বয়সি শিবানী তৃতীয় বার যাঁকে বিয়ে করেছেন, তিনি সবে প্রাপ্তবয়স্ক হয়েছেন। পা দিয়েছেন ১৮ বছর বয়সে। শিবানীর তৃতীয় স্বামী এখনও স্কুলে পাঠরত, দ্বাদশ শ্রেণির ছাত্র। (Viral News)</p> <p>জানা গিয়েছে, শবনম ওরফে শিবানীর মা-বাবা কেউ জীবিত নেই। এর আগে দু'বার বিয়ে হয় তাঁর। প্রথমে মেরঠের এক যুবককে বিয়ে করেছিলেন। বিবাহবিচ্ছেদ নিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন শবনম ওরফে শিবানী। এর পর, সইদানওয়ালি গ্রামের তৌফিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু ২০১১ সালে একটি পথদুর্ঘটনায় অঙ্গহানি হয় তৌফিকের। প্রতিবন্ধী হয়ে যান। সম্প্রতি শবনম ওরফে শিবানী ১৮ বছরের তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। দ্বাদশ শ্রেণিতে পাঠরত ওই তরুণকে বিয়ে করতে গত সপ্তাহের এক শুক্রবার বিবাহবিচ্ছেদ নেন শবনম ওরফে শিবানী। এর পর হিন্দুধর্ম গ্রহণ করে শবনম থেকে শিবানী হয়ে যান। মন্দিরে গিয়ে তৃতিয়ী বারের জন্য বিয়ে করেন তরুণকে। (Uttar Pradesh News)</p> <p>উত্তরপ্রদেশে এমনিতেই ধর্মান্তরণ বিরোধী আইন চালু রয়েছে, Uttar Pradesh Prohibition of Unlawful Conversio&nbsp; of Religion Act 2021. ওই আইনের আওতায় জোরপূর্বক, প্রলোভন দেখিয়ে, অথবা প্রতারণা করে ধর্মান্তরণ নিষিদ্ধ। শবনম থেকে শিবানী হয়ে যাওয়া ওই তরুণীর সঙ্গে দ্বাদশ শ্রেণির ছাত্রের বিয়ের খবর পৌঁছয় থানাতেও। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু কোনও তাদের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। দাবি ওঠেনি আইনি পদক্ষেপের। হাসানপুরের সার্কল অফিসার দীপকুমার পন্থ জানিয়েছেন, শবনম ধর্মান্তরিত হয়ে শিবানী হয়েছেন। আগে দু'বার বিয়ে হয়েছিল তাঁর। তাঁর মা-বাবা কেউ বেঁচে নেই।&nbsp;</p> <p>শিবানীর ধর্মান্তরণের চেয়েও দ্বাদশ শ্রেণির ছাত্রের সঙ্গে তিন সন্তানের মায়ের বিয়ে নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। শুধু তাই নয়, ৩০ বছরের শিবানী সদ্য ১৮ বছরের তরুণকে যে বিয়ে করেছেন, তাতে বয়সের বিষয়টিও ভেবে দেখা প্রয়োজন বলে মত অনেকের। সদ্য ১৮-য় পা রাখা তরুণ যে জীবনে এতবড় সিদ্ধান্ত নিলেও, তাঁর মানসিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। যদিও তরুণের বাবা জানিয়েছেন, ছেলের সিদ্ধান্তে সমর্থন রয়েছে তাঁর। ছেলের খুশি তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ম বলে জানিয়েছেন। শিবানী এবং তাঁর ছেলে যাতে সুখে সংসার করেন, শান্তিতে জীবন কাটাতে পারেন, সেই কামনা করছেন বলে জানিয়েছেন তরুণের বাবা।</p>

from india https://ift.tt/8igHpnJ
via IFTTT

Post a Comment

0 Comments

Migrant Worker Attacked: পরিযায়ী শ্রমিককে ধারালো অস্ত্রের আঘাত, 'ভিক্ট্রি সাইন' দেখিয়ে পাশে দাঁড়িয়ে পোজ দিল অভিযুক্ত নাবালক