Kashmir News: নিয়ন্ত্রণরেখা আবারও অশান্ত, 'বিনা উস্কানিতে' ফের গুলি চালিয়েছে পাকিস্তানি সেনা

<p><strong>Kashmir News:</strong> নিয়ন্ত্রণরেখায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা। গতকালে রাতে নিয়ন্ত্রণরেখার ভারতীয় চৌকিতে 'বিনা উস্কানিতে' গুলি চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এখনও। দু'রাতের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনীকে 'উস্কানোর' চেষ্টা করেছে পাকিস্তানি সেনা। পড়শি দেশ 'বিনা উস্কানিতে' গুলি চালানোর পাল্টা যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও।&nbsp;</p> <p>ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক পাক-সেনা চৌকি থেকে গুলি চালানো হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীকে আলাদা করেছে যে সীমানা, নিয়ন্ত্রণরেখার সেই অংশ বরাবর পাকিস্তানের দিক থেকে গুলি চালানো হয়েছে। পাকিস্তানি সেনা তাদের একাধিক চৌকি থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালানোর পর চুপ থাকেনি ভারতীয় সেনাও। যোগ্য জবাব দেওয়া হয়েছে প্রতিবেশী দেশের সেনাবাহিনীকে। তবে এই ঘটনায় দু'পক্ষের তরফেই কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে বিবৃতি দিয়েছে ভারতীয় সেনা।&nbsp;</p> <p>গত ২২ এপ্রিল ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায়। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে, বেছে বেছে হিন্দু পুরুষদের টার্গেট করে, মাথায় গুলি করেছে জঙ্গিরা। কাশ্মীরের এই জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ২৬ জনের। কেউ চোখের সামনে শেষ হতে দেখেছেন বাবাকে। কোথাও স্ত্রী, সন্তানের সামনে শেষ করে দেওয়া হয়েছে পরিবারের কর্তাকে। মহিলা এবং শিশুদের ছেড়ে দিয়েছে জঙ্গিরা। তাদের বলা হয়েছে এই গোটা ঘটনা তারা যেন দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানায়।&nbsp;</p> <p>এই ন্যাক্কারজনক ঘটনার পর পাঁচটি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, 'নয়াদিল্লিতে পাক হাইকমিশনের প্রতিরক্ষা, সামরিক, নৌ এবং বিমান উপদেষ্টাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে। ভারত ছাড়ার জন্য তাঁদের এক সপ্তাহ সময় দেওয়া হয়। বাতিল করা হল পাকিস্তানের নাগরিকদের ভিসা। বিদেশ সচিব জানিয়েছেন, 'সিন্ধু জলবণ্টন চুক্তি ( ১৯৬০) অবিলম্বে স্থগিত করা হল, যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান সীমান্ত পারে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করছে। আটারি চেক পোস্ট অবিলম্বে বন্ধ করা হল। যারা উপযুক্ত অনুমোদন নিয়ে প্রবেশ করেছেন, তারা ১ মে ২০২৫ এর মধ্যে ফিরে যাবেন। তৃতীয়, পাকিস্তানের নাগরিকদের ভারত ভ্রমণ বাতিল করা হল। পাকিস্তানি নাগরিক যারা ভিসা নিয়ে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হচ্ছে। দূতাবাসের আধিকারিক সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হয়েছে, ১ মে ২০২৫ থেকে যা কার্যকরা হবে।'&nbsp;</p>

from india https://ift.tt/B607svL
via IFTTT

Post a Comment

0 Comments

Weather Update: পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র