<p><strong>PM Modi Saudi Visit :</strong> কাশ্মীরে জঙ্গি হামলার (Kashmir Terror Attack) খবর পৌঁছতেই এবার সৌদি সফর (PM Modi Saudi Visit) কাটছাঁট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সরকারি নৈশভোজ এড়িয়ে সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সরকারি সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার ভারতে আসার জন্য রওনা দেবেন। বুধবার ভোরেই দিল্লি পৌঁছবেন তিনি।</p> <p>এদিন জঙ্গি হামলার মৃত্যু হয়েছে কাশ্মীরে বেড়াতে যাওয়া একাধিক নিরীহ পর্যটকের। কাশ্মীরে জঙ্গি হানায় ২৮ জনের বেশি মৃত্যুর আশঙ্কা, এমনটাই খবর সূত্রের। তবে মৃত্যু মিছিল দীর্ঘ হতে পারে বলেই মনে করা হচ্ছে। পহেলগাঁওয়ে এই হামলায় ৪০ রাউন্ডের বেশি গুলি চলেছে বলে খবর। পুলওয়ামার পর এমন নারকীয় হত্যাকাণ্ড দেখেনি ভারত, মত সব মহলের। </p> <p><strong>হামলা নিয়ে কী বলেছেন প্রধানমন্ত্রী</strong></p> <p>কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানা, কড়া বার্তা প্রধানমন্ত্রীর। 'সফল হবে না ওদের উদ্দেশ্য, দোষীদের কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লডাই আরও শক্তিশালী হবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এও লিখেছেন, 'এই জঘন্য কাণ্ডের পিছনে যারা রয়েছে, তাদের সবক শেখানো হবে। কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা অনড়। এই লড়াই এবার আরও তীব্র হবে।' </p> <p><strong>বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি <a title="দ্রৌপদী মুর্মু" href="https://ift.tt/GvbVtBz" data-type="interlinkingkeywords">দ্রৌপদী মুর্মু</a></strong></p> <p> কাশ্মীরে পর্যটকদের উপর নৃশংস আক্রমণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি <a title="দ্রৌপদী মুর্মু" href="https://ift.tt/GvbVtBz" data-type="interlinkingkeywords">দ্রৌপদী মুর্মু</a>। রাষ্ট্রপতি এক্স-এ লিখেছেন, 'জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা মর্মান্তিক এবং বেদনাদায়ক। এটি পুরুষোচিত, অমানবিক এবং অত্যন্ত নিন্দনীয় কাজ। নিরীহ নাগরিক তথা পর্যটকদের উপর এই আক্রমণ ভয়াবহ এবং ক্ষমার অযোগ্য। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।' </p> <p>দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি প্রধান পর্যটন কেন্দ্র হল পহেলগাম। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে। অনন্তনাগের কাছে, <a title="অমরনাথ" href="https://ift.tt/8tbsXLR" data-type="interlinkingkeywords">অমরনাথ</a>গামী পর্যটক বোঝাই বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। জঙ্গি হামলায় আটজনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালের মে মাসে, পহেলগামেরই রিসর্টে, দুই পর্যটককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জুনে পুণ্যার্থী বোঝাই একটি বাস লক্ষ্য করে গুলি চলে। সেই হামলায় ৯ জনের মৃত্যু হয়েছিল। </p> <p>এদিকে ইতিমধ্যেই শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী <a title="অমিত শাহ" href="https://ift.tt/MxboJ7y" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a>। জঙ্গি হামলার নিন্দা করে সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। যারা এর নেপথ্যে আছে তারা ছাড়া পাবে না।</p>
from india https://ift.tt/lYNXLja
via IFTTT
0 Comments