Kashmir Attack: কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত কলকাতার বিতান অধিকারী, স্ত্রী-সন্তানকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন

<p><strong>নয়াদিল্লি:</strong> জঙ্গি হামলায় নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারী। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কলকাতার বৈঞ্চবঘাটার বাসিন্দার। শ্রীনগরে ময়নাতদন্তের পর দেহ রাজ্যে ফিরবে। স্ত্রী ও সন্তান সুস্থ।&nbsp; নিহতর স্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/7iJuAse" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/aLKh5jcUY68?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="'আমাদেরও মেরে ফেলো..', কাশ্মীরে স্বামীকে হারিয়ে জঙ্গিকে বলেন পল্লবী ; 'মোদিকে গিয়ে জানা', পাল্টা বলে জঙ্গি !" href="https://ift.tt/MRSL9fb" target="_self">'আমাদেরও মেরে ফেলো..', কাশ্মীরে স্বামীকে হারিয়ে জঙ্গিকে বলেন পল্লবী ; 'মোদিকে গিয়ে জানা', পাল্টা বলে জঙ্গি !</a></p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://ift.tt/opilHFR" width="636" height="358" /></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/XtIym87
via IFTTT

Post a Comment

0 Comments

Year Ender 2025: অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ