Kunal Kamra: কুণাল কামরাকে কি সত্যিই 'বয়কট' করেছে BookMyShow ? শিল্পীর অভিযোগে কী জবাব দিল কর্তৃপক্ষ ?

<p>Kunal Kamra: কমেডিয়ান কুণাল কামরাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিগত বেশ কয়েকদিন ধরে। সম্প্রতিই সেই তালিকায় জুড়েছিল বুক মাই শো- এর নামও। অভিযোগ এই মাধ্যম কুণালকে 'বয়কট' করেছে। এক্স মাধ্যমে এই প্রসঙ্গে পোস্ট করেছিলেন কুণাল। এবার তারই পাল্টা জবাব দিল বুক মাই শো কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার এক্স মাধ্যমে কুণাল একটি খোলা চিঠি লিখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন তাঁকে 'ডি-লিস্টিং' করা হয়েছে। বুক মাই শো থেকে শিল্পী হিসেবে বাদ দেওয়া হয়েছে কুণাল কামরার নাম। এই নিয়েই জবাব দিয়েছে বুক মাই শো। নিজেদের বিবৃতিতে বুক মাই শো কর্তৃপক্ষ জানিয়েছে, একটি শো 'ডি-লিস্ট' করা অর্থাৎ তালিকা থেকে বাদ দেওয়া কিংবা তালিকাভুক্ত করার বিষয়টি সম্পূর্ণ ভাবে নির্ভর করে আয়োজকদের উপর। আয়োজকদের এক্তিয়ার ওই বিষয়টি। এই প্রসঙ্গে বুক মাই শো কর্তৃপক্ষের কিছু বলার থাকে না।&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">⚠️ Official Statement <a href="https://t.co/iXVSRmBISt">pic.twitter.com/iXVSRmBISt</a></p> &mdash; BookMyShow (@bookmyshow) <a href="https://twitter.com/bookmyshow/status/1909256011866595655?ref_src=twsrc%5Etfw">April 7, 2025</a></blockquote> <p>এক্স মাধ্যমে বিবৃতি দিয়ে বুক মাই শো- এর তরফে বলা হয়েছে, 'বুক মাই শো হল টিকিট বিক্রির সুবিধা দেওয়ার একটি মাধ্যম। ভারতীয় আইন মেনেই ব্যবসা করে এই মাধ্যম। জনতার সামনে আমাদের ভূমিকা সম্পর্কে ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে। আমাদের ভূমিকা হল লাইভ শো- এর টিকিট বিক্রির জন্য একটি মাধ্যম হিসেবে কাজ করা। অনুষ্ঠানের আয়োজকরা কিংবা যে জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তারা সিদ্ধান্ত নিয়ে থাকে যে কোনও অনুষ্ঠান তালিকাভুক্ত থাকবে নাকি তালিকা থেকে বাদ দেওয়া হবে।'&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Dear <a href="https://twitter.com/bookmyshow?ref_src=twsrc%5Etfw">@bookmyshow</a> - I still don&rsquo;t know if I have your platform or no. <br />Below is humble view - <br />To the audiences I&rsquo;m not a fan of boycotts or down rating a private business&hellip;<br />Book my show is well within their right to do what&rsquo;s best for their business | <a href="https://t.co/TXaB22sfxI">pic.twitter.com/TXaB22sfxI</a></p> &mdash; Kunal Kamra (@kunalkamra88) <a href="https://twitter.com/kunalkamra88/status/1909195974318215341?ref_src=twsrc%5Etfw">April 7, 2025</a></blockquote> <p>একটি ভিডিওতে দেখা যায়, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নিয়ে একটি প্যারোডি গেয়েছিলেন কুণাল কামরা। আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। আর তারপরই ক্ষেপে যান শিবসেনার সমর্থকরা। কুণাল কামরা 'পিটিয়ে মারার' নিদান দেন অনেকে। 'গ্রেফতারির' দাবিও ওঠে। যে হোটেলে এই ভিডিও শ্যুট হয়েছিল, সেখানেও ভাঙচুর চালান শিবসেনা সমর্থকরা। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন মশকরা মোটেই মজাচ্ছলে নিতে পারেননি তাঁর সমর্থক, অনুরাগী, অনুগামীরা। প্রসঙ্গত উল্লেখ্য, যে ভিডিও নিয়ে এত বিতর্ক তা কুণাল কামরার একটি শোয়েরই অংশ। কুণাল নিজেও তা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।&nbsp;</p>

from india https://ift.tt/H8jeKYS
via IFTTT

Post a Comment

0 Comments

Uttar Pradesh News: ২ কেয়ারটেকারের ৫ বছরের অত্যাচার ! মৃত্যু বৃদ্ধের, কঙ্কালসার অবস্থায় উদ্ধার মানসিক ভারসাম্যহীন মেয়ে