<p><strong>নয়াদিল্লি:</strong> সীতারাম ইয়েচুরির প্রয়াণের পর নয় নয় করে আটমাস কাটতে চলেছে। এতদিন পর তাঁর উত্তরসূরি পেল সিপিএম (CPM)। দলের না সাধারণ সম্পাদক হলেন মরিয়ম আলেকজান্ডার বেবি ওরফে MA Baby. ৭১ বছর বয়সি MA Baby সিপিএম-এর পলিটব্যুরোর সদস্য। এর আগে, ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কেরলের শিক্ষামন্ত্রী ছিলেন। ১৯৮৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছিলেন রাজ্যসভার সাংসদ। আজ দলের সাধারণ সম্পাদক হিসেবে তাঁর নিযুক্তির ঘোষণা করল সিপিএম। (Mariam Alexander Baby)</p> <p>তামিলনাড়ুর মাদুরাইয়ে সিপিএম-এর ২৬তম কংগ্রেস চলছে। সেখানেই দলের সাধারণ সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছে MA Baby-কে। এই নিয়ে কেরল থেকে দ্বিতীয় কেউ দলের দায়িত্ব হাতে পেলেন। এর আগে, কেরলের প্রথম মুখ্যমন্ত্রী ইএমএস নাম্বুরিপাদ দলের সর্বোচ্চ দায়িত্বে আসীন হয়েছিলেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, MA Baby-কে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তিনি সিপিএম-কে প্রজ্ঞার সঙ্গে নেতৃত্ব দেবেন বলে আশাবাদী তারুর। (CPM News)</p> <p>তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিনও MA Baby-কে অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, 'কমরেড MA Baby-কে সিপিএম-এর সাধারণ সম্পাদক হলেন। তাঁকে অভিনন্দন। ছাত্রাবস্থায় জরুরি অবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, কেরলের শিক্ষানীতি তাঁর হাতেই ভবিষ্যৎমুখী হয়ে ওঠে। তাঁর রাজনৈতিক জীবন তাঁর সঙ্কল্পের প্রতিফলন। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ওঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে DMK'।</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Red Salute to Comrade MA Baby on being elected the new <a href="https://twitter.com/hashtag/CPIM?src=hash&ref_src=twsrc%5Etfw">#CPIM</a> general secretary<a href="https://twitter.com/hashtag/CPIM24thPartyCongress?src=hash&ref_src=twsrc%5Etfw">#CPIM24thPartyCongress</a> <a href="https://t.co/gsVmCQrbo3">pic.twitter.com/gsVmCQrbo3</a></p> — CPI (M) (@cpimspeak) <a href="https://twitter.com/cpimspeak/status/1908839406879879230?ref_src=twsrc%5Etfw">April 6, 2025</a> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </blockquote> <p>কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, দেশের বর্তমান সঙ্কট বিবেচনা করে, সবদিক খতিয়ে দেখেই নেতৃত্বে বসানো হয়েছে MA Baby-কে। দলকে নতুন দিশা দেখাবেন MA Baby. তাঁর কথায়, 'দলীয় কংগ্রেস দেশের বর্তমান সঙ্কট অনুধাবন করেছে। সমানাধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে, সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ করতে লড়াই আরও তীব্র হবে। কমরেড, আসুন একসঙ্গে এগিয়ে যাই'।</p> <p>কেরলের কোল্লামে জন্ম MA Baby-র। ছাত্রাবস্থায় রাজনীতিতে প্রবেশ, পরে ধাপে ধাপে দলে পদোন্নতি। SFI, DYFI-তে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন MA Baby. দলের অন্দরেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। দলের সাধারণ সম্পাদক নিয়োগের পাশাপাশি, CPM-এর কংগ্রেসে ৮৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে, চয়ন করা হয়েছে ১৮ সদস্যের পলিটব্যুরো। নয়া পলিটব্যুরোতে রয়েছেন পিনারাই বিজয়ন, বিভি রাঘবুলু, তপন সেন, নীলোৎপল বসু, মহম্মদ সেলিম, এ বিজয়রাঘবন, অশোক ধাওয়ালে, রামচন্দ্র ডোমস এমভি গোবিন্দন, অমর রাম, বিজু কৃষ্ণন, মরিয়ম ধাওয়ালে, ইউ বাসুকি, কে বালাকৃষ্ণন, জিতেন্দ্র চৌধুরী, শ্রীদীপ ভট্টাচার্য, অরুণ কুমার এবং MA Baby.</p>
from india https://ift.tt/cowzTHf
via IFTTT
0 Comments