<p><strong>নয়াদিল্লি:</strong> পহেলগাঁওতে হত্য়ালীলার খবর আগে থেকেই জানত স্থানীয় অপারেটররা? গতকাল সামনে এসেছিল এক ভিডিও, যেখানে এক পর্যটক, ঋষি ভট্টর রেকর্ড করা ভিডিওতে দেখা যায় তিনি জিপলাইন চড়ার আগে তাঁকে ধাক্কা দেওয়ার সময়ে জিপলাইন অপারেটর বলছেন আল্লাহ-হু-আকবর। আর তারপরই গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন একজন। প্রশ্ন ওঠে তিনি আল্লাহ-হু-আকবর বলার পরই কেন গুলি চলল? তবে কি আগে থেকে এই ব্য়ক্তি কিছু জানতেন? </p> <p>[yt]https://youtu.be/flK4v96qOt8?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' প্রধানমন্ত্রীর ! কখন, কোথায়, কীভাবে হামলা?" href="https://ift.tt/2htYbU9" target="_self">পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' প্রধানমন্ত্রীর ! কখন, কোথায়, কীভাবে হামলা?</a></p> <p>সূত্রের দাবি, এই ঘটনার তদন্তে নেমে গতকালের পর আজও জিপলাইনের অপারেটর মোজাম্মিলকে জিজ্ঞাসাবাদ করছে NIA। পাশাপাশি মঙ্গলবার স্থানীয় টাটুওয়ালা, জিপলাইন অপারেটর, টুরিস্ট গাইডদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হল পহেলগাঁও থানায়। পহেলগাঁওতে হামলাকারী জঙ্গিরা কোথায়? কারা তাদের মদত জোগাল? তা খুঁজে বার করতে কাশ্মীরজুড়ে তন্নতন্ন করে চলছে তল্লাশি। এর মধ্য়ে, NIA-র তদন্তকারীদের নজরে রয়েছে সোমবার সামনে আসা এই ভিডিওটিও!এখানে যে জিপলাইনের অপারেটরকে দেখা যাচ্ছে, তাঁকে সোমবারের পর মঙ্গলবারও জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। এই ভিডিওতে এক পর্যটকের ক্য়ামেরায় বন্দি হয় বৈসরনের হাড় হিম করা জঙ্গি হামলার ছবি!</p> <p>ওই পর্যটক যখন জিপলাইন দিয়ে এগোচ্ছেন, তখনই দেখা যায়, নীচে জঙ্গিদের গুলি খেয়ে লুটিয়ে পড়ছেন পর্যটকরা। তবে এর আগে ভিডিও-র একদম শুরুতে দেখা যায়, পর্যটক রাইড শুরু করার আগে, জিপলাইনের অপারেটর মুজাম্মিল নীচে উপত্য়কার দিকে তাকিয়ে রয়েছেন। এরপর তিনি বলেন আল্লাহ হু আকবর। প্রায় সঙ্গে সঙ্গেই নীচে উপত্য়কা থেকে শোনা যায় গুলির শব্দ। তারপর আরও দু'বার আল্লাহ হু আকবর বলেন জিপলাইন অপারেটর মুজাম্মিল। পহেলগাঁও হামলার প্রত্য়ক্ষদর্শী ঋষি ভট্ট বলেন, 'ওই ব্যক্তি তিন বার আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলে। তারপর গুলি চালানো শুরু হয়।' </p> <p>সূত্রের দাবি, কেন্দ্রীয় এজেন্সি NIA ওই জিপলাইন অপারেটর মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শুধু অবশ্য় জিপলাইন অপারেটর মুজাম্মিল নয়, স্থানীয় টাটটুওয়ালা, ট্য়ুরিস্ট গাইড-সহ প্রায় দেড়শোজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান থেকে এসে, ট্রেক করে বৈসরনে পৌঁছে, জঙ্গিরা যেভাবে হামলা চালিয়েছে, সেটা স্থানীয়দের একাংশের সাহায্য় ছাড়া কোনওভাবেই সম্ভব নয়। বৈসরন হামলার পর পেরিয়ে গেছে এক সপ্তাহ। জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে? স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে কবে মিলবে সূত্র? </p>
from india https://ift.tt/C0icTZf
via IFTTT
0 Comments