<p><span style="font-weight: 400;"><strong>চণ্ডীগড়:</strong> রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশে বিশেষ ঘোষণা পঞ্জাবের আম আদমি পার্টি সরকারের। বলা হয়েছে, কাজের সময় পেরিয়ে গেলেই এখন থেকে আর ফোন বন্ধ করে দিতে পারবেন না রাজ্য সরকারের কর্মীরা। ছুটিতে থাকলেও খেয়াল রাখতে হবে, যাতে ফোন করলে সবসময় পাওয়া যায়। নির্দেশ সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। (Punjab News)</span></p> <p><span style="font-weight: 400;">পঞ্জাব সরকারের বিশেষ সচিব (পার্সোনেল)-এর তরফে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, ফোন করলে অনেক সময়ই পাওয়া যাচ্ছে না রাজ্য সরকারি কর্মীদের। তাঁদের এমন আচরণে জরুরি প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। তাই কাজের সময় পেরিয়ে যাওয়ার পর, ছুটিতে থাকলেও সকলকে ফোন চালু রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। (Aam Aadmi Party)</span></p> <p><span style="font-weight: 400;">নির্দেশিকা বলা হয়, ‘অফিসের ডিউটি শেষ হওয়ার পর কিছু আধিকারিককে আর ফোনে পাওয়া যাচ্ছে না। হয় ফোন বন্ধ রাখছেন, নয়ত নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছে ফোন, ফোন ফ্লাইট মোডেও রেখে দিচ্ছেন কেউ কেউ। এতে প্রয়োজনীয় প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে, সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দিতে সমস্যা হচ্ছে’।</span></p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">The Punjab government asked all its officers and employees not to switch off their mobile phones after office hours, on weekends, and holidays, and to be available for work even after office hours.<br /><br />In the order signed by the special secretary (Personnel), the Punjab Government… <a href="https://t.co/Djx4IbwIpt">pic.twitter.com/Djx4IbwIpt</a></p> — Akashdeep Thind (@thind_akashdeep) <a href="https://twitter.com/thind_akashdeep/status/1916753785185354015?ref_src=twsrc%5Etfw">April 28, 2025</a></blockquote> <p><span style="font-weight: 400;">আর ওই নির্দেশিকাতেই বলা হয়েছে যে, অফিসের কাজ শেষ হওয়ার পরও সকলকে সতর্ক থাকতে হবে, ফোন করলে যেন পাওয়া যায়। ছুটিতে গেলেও ফোন চালু রাখতে হবে, যাতে প্রশাসনিক কাজকর্ম ঠিক সময়ে উতরে যায়। আম আদমি পার্টির বিধায়ক অমৃতপাল সুখানন্দ জানিয়েছেন, মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান সমস্ত সরকারি আধিকারিক, কর্মীদের এই নির্দেশ দিয়েছেন। </span></p> <p><span style="font-weight: 400;">সরকারি পরিষেবা এবং সাধারণ মানুষকে প্রদত্ত পরিষেবার মধ্যেকার ফারাক দূর করতে তাঁদের সরকার যে প্রতিশ্রুতিতে অটল, নির্দেশিকায় তারই প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন অমৃতপাল। কিন্তু সরকারি আধিকারিক, সরকারি কর্মীদের এই নির্দেশ দেওয়া হলেও, সরকারের মন্ত্রী, বিধায়করা একই নিয়ম পালন করবেন কি না, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। নেতা-মন্ত্রীদের কত ক্ষণ পাওয়া যায়, সেই নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন কেউ কেউ।</span></p>
from india https://ift.tt/tRyZxlQ
via IFTTT
0 Comments