<p><span style="font-weight: 400;"><strong>মুম্বই:</strong> ‘Family Man 3’ অভিনেতার রহস্যমৃত্যু। অভিনেতা রহিত বাসফোরের দেহ উদ্ধার হল। অসমের গড়ভাঙ্গা অভয়ারণ্য থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে খবর। একটি ঝর্নার কাছে তাঁর নিথর দেহ পড়েছিল বলে জানা গিয়েছে। অভিনেতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুুলিশ। (Rohit Basfor)</span></p> <p><span style="font-weight: 400;">মনোজ বাজপেয়ী অভিনীত ‘Family Man 3’ সিরিজে অভিনয় করেছেন রোহিত। শীঘ্রই মুক্তি পাবে জনপ্রিয় ওয়েব সিরিজটি। তার আগেই রোহিতের রহস্যমৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, রবিবার সন্ধেয় গড়ভাঙা অভয়ারণ্যে একটি ঝর্নার কাছ থেকে রোহিতের নিথর দেহটি মেলে। (Family Man 3)</span></p> <p><span style="font-weight: 400;">স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কয়েক মাস আগেই মুম্বই থেকে গুয়াহাটি ফিরে যান রোহিত। পরিবারের লোকজন জানিয়েছেন, রবিবার দুপুর ১২.৩০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে বেরনোর কথা ছিল তাঁর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেননি রোহিত। ফোনে যোগাযোগও করা যায়নি তাঁর সঙ্গে। এতে দুশ্চিন্তা বাড়ে সকলের।</span></p> <p><span style="font-weight: 400;">এর পর রোহিতের এক বন্ধু পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। জানান, রোহিতের দেহ পড়ে থাকার কথা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পরিবারের লোকজন, পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। রোহিতের দেহ তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। </span></p> <p><span style="font-weight: 400;">রোহিতকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলছেন তাঁর পরিবার। রোহিতের মৃত্যুর পিছনে চার বন্ধুর হাত রয়েছে বলে দাবি করেছেন তাঁরা। পরিবারের দাবি, আগে থেকেই সব পরিকল্পনা কষে রাখা হয়েছিল। এর আগে পার্কিং নিয়ে ঝামেলায় জড়ান রোহিত। সেই সময় ওই চার জন রোহিতকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। রঞ্জিত বাসফোর, অশোক বাসফোর এবং ধর্ম বাসফোরের দিকে মূলত অভিযোগ রোহিতের পরিবারের।</span></p> <p><span style="font-weight: 400;">পাশাপাশি, একটি জিমের মালিক অমরদীপের দিকেও আঙুল তুলেছেন রোহিতের পরিবারের লোকজন। তাঁর ডাকেই রোহিত বাইরে বেরিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। গুয়াতহাটি মেডিক্যাল কলেজ রোহিতের দেহের ময়না তদন্ত হয়েছে সোমবার। শরীরের পাশাপাশি, রোহিতের মাথাতেও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে খবর। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। রোহিতের চার বন্ধুর কোনও খোঁজ নেই বলে খবর। IPL মিটলেই রোহিত অভিনীত ‘Family Man 3’ মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। তার আগে রোহিতের মৃত্য়ুতে শোকের ছায়া পরিবার ও পরিজনদের মধ্যে। ঘটনার সঠিক তদন্ত চেয়ে সরব হয়েছেন তাঁরা।</span></p>
from india https://ift.tt/5MqSJ4X
via IFTTT
0 Comments