Viral News: ভুরু ঠিক করতে গিয়েছিলেন স্ত্রী, পার্লারে ঢুকে বিনুনিই কেটে নিলেন স্বামী, থানায় অভিযোগ দায়ের

<p><span style="font-weight: 400;"><strong>হরদোই:</strong> পার্লারে ভুরু ঠিক করতে গিয়েছিলেন স্ত্রী। জানতে পেরে ছুটে গেলেন স্বামী। পার্লারে ঢুকে স্ত্রীর বিনুনি কেটে দিলেন তিনি। উত্তরপ্রদেশে ঘটেছে এমন আজব ঘটনা। মহিলার বাবার দাবি, পণের দাবিতে শ্বশুরবাড়িতে অশান্তি চলছিল। তাই মেয়েকে বাড়ি এনেছিলেন তিনি। আর সেখানেই চড়াও হন জামাই। (Viral News)</span></p> <p><span style="font-weight: 400;">উত্তরপ্রদেশের হরদোই জেলে থেকে এই ঘটনা সামনে এসেছে। একবছর আগে রাধাকৃষ্ণের মেয়ের সঙ্গে বিয়ে হয় রামপ্রতাপের। শনিবার রামপ্রতাপকে গ্রেফতার করে পুলিশ। তিনি পার্লারে ঢুকে স্ত্রীর বিনুনি কেটে দেন বলে অভিযোগ। মেয়েটির বাবা পণের জন্য হেনস্থার মামলা দায়ের করেছেন। (Uttar Pradesh News)</span></p> <p><span style="font-weight: 400;">রাধাকৃষ্ণ জানিয়েছেন, এক বছর আগে বিয়ে দিয়েছিলেন মেয়ের। কিন্তু পণ সংক্রান্ত দাবিদাওয়া থামছিলই না। ফ্রিজ, কুলারেক জন্য মেয়েকে চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ির লোকজন। লাগাতার হেনস্থা&nbsp; করা হচ্ছিল। এক সপ্তাহ আগে তাই মেয়েকে বাড়িতে নিয়ে আসেন তিনি।</span></p> <p><span style="font-weight: 400;">কিন্তু শনিবার বাড়ির কাছে একটি বিউটি পার্লারে ভুরু ঠিক করাতে যান মেয়েটি। সেই সময় স্বামী রামপ্রতাপ তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। সার্কল অফিসার রবিপ্রকাশ জানিয়েছেন, বিউটি পার্লারে মেয়েটির উপর রামপ্রতাপ চড়াও হন বলে অভিযোগ। তাঁর চুলের বিনুনি কেটে দেন। মেয়েটির বাবা সেই নিয়ে অভিযোগ দায়ের করেছেন।</span></p> <p><span style="font-weight: 400;">পণের জন্যই মেয়ের বিনুনি কাটা গিয়েছে বলে দাবি রাধাকৃষ্ণের। যদিও স্থানীয়দের দাবি, বিনুনি কেটে নেওয়ার পিছনে অন্য কারণ রয়েছে। স্ত্রীর বিউটি পার্লারে যাওয়া পছন্দ হয়নি রামপ্রতাপের। সেই রাগেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।</span></p>

from india https://ift.tt/2AfQuPX
via IFTTT

Post a Comment

0 Comments

Weather Update: পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র