Viral News: দেখে গিয়েছিলেন মেয়েকে, বিয়ে হল মায়ের সঙ্গে? নববধূ ঘোমটা সরাতেই ভিরমি খেলেন বর

<p><span style="font-weight: 400;"><strong>মেরঠ:</strong> সমন্ধ করে বিয়ে ঠিক হয়েছিল। সকলের উপস্থিতিতে সম্পন্নও হল বিয়ে। কিন্তু কনের মুখ দেখতে গিয়ে ভিরমি খেলেন বর। দেখাশোনার সময় যাঁকে দেখেছিলেন তিনি নন, বরং সেই মেয়ের মায়ের সঙ্গে বিয়ে হয়েছে বলে জানতে পারলেন যুবক। আর কী ঘটেছে বুঝতে পেরেই থানায় ছুটলেন যুবক। (Viral News)</span></p> <p><span style="font-weight: 400;">উত্তরপ্রদেশের মেরঠ থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ২২ বছর বয়সি মহম্মদ আজিমের সঙ্গে বিয়ে ঠিক হয় শামলি জেলার ২১ বছরের মান্তাশার। বিয়েতে ঘটকালি করেছিলেন আজিমের দাদা নাদিম এবং বৌদি শায়েদা। কিন্তু তার যে এমন পরিণতি হবে, তা বুঝতে পারেননি আজিম। (Uttar Pradesh News)</span></p> <p><span style="font-weight: 400;">জানা গিয়েছে, গত ৩১ মার্চ বিয়ের আসর বসে আজিম ও মান্তাশার। মৌলবি সাহেব তাঁদের বিয়ে দেন। লেনদেন হয় নগদ ৫ লক্ষ টাকার। কিন্তু যেই না মাথার ওড়না তোলেন স্ত্রী, চমকে যান আজিম। দেখেন, মান্তাশার বিধবা মা, ৪৫ বছরের তাহিরার সঙ্গে বিয়ে হয়েছে তাঁর।</span></p> <p><span style="font-weight: 400;">মেয়ের জায়গায় তাহিরা কনে সেজে বসে তাঁকে বিয়ে করেছেন বলে বুঝতে পারেন আজিম। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান তিনি। কিন্তু দাদা নাদিম এবং বৌদি শায়েদা সেখানে তাঁকেই হুমকি দেন বলে অভিযোগ। আজিম জানিয়েছেন, ভুয়ো ধর্ষণ মামলায় ফাঁসানো হতে পারে বলে হুমকি দেওয়া হয় তাঁকে।</span></p> <p><span style="font-weight: 400;">এতেও দমে না গিয়ে ব্রহ্মপুরী থানায় ছোটেন আজিম। পুলিশকে গোটা ঘটনা খুলে বলেন। তবে শেষ পর্যন্ত বিষয়টিক মীমাংসা হয়েছে বলে জানিয়েছেন ব্রহ্মপুরী থানার আধিকারিক সৌম্যা আস্থানা। তিনি জানান, দু&rsquo;পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। অভিযোগ তুলে নিয়েছেন আজিম। জানিয়েছেন, আর আইনি পদক্ষেপ করতে চান না তিনি।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">অন্য দিকে, উত্তরপ্রদেশের হরদৌই থেকেও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সেখানে সাংসারিক অশান্তির জেরে বাপের বাড়ি চলে এসেছিলেন এক মহিলা। পাড়ার পার্লারে এর পর ভুরু ঠিক করাতে যান তিনি। কিন্তু সেখানে তাঁর উপর চড়াও হন স্বামী। পার্লারে ঢুকে স্ত্রীর বিনুনি কেটে দেন তিনি। ওই মহিলার বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। পণের দাবিতে লাগাতার অশান্তি চলছিল, তার দরুণই জামাই মেয়ের বিনুনি কেটে নিয়েছেন বলে দাবি করেন।&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">যদিও স্থানীয়দের দাবি, বিনুনি কেটে নেওয়ার পিছনে অন্য কারণ রয়েছে। স্ত্রীর বিউটি পার্লারে যাওয়া পছন্দ হয়নি স্বামীর। সেই রাগেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। কারণ যাই হোক না কেন, স্ত্রীর বিনুনি কেটে নেওয়া ঠিক হয়নি বলে মনে করছেন সকলেই।</span></p>

from india https://ift.tt/6mKAyFE
via IFTTT

Post a Comment

0 Comments

Weather Update: পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র