<p><strong>নয়াদিল্লি:</strong> গত সপ্তাহে জাপানে গিয়ে পাগল কুকুরের পালনকারী বলে দেগেছিলেন পাকিস্তানকে। ৪৮ ঘণ্টার মাথায় ফের ইসলামাবাদের মুখো টেনে খুলে দিলেন তিনি। দক্ষিণ কোরিয়ায় গিয়ে পাকিস্তানকে তুলোধনা করলেন <a title="অভিষেক বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/d9P2MFo" data-type="interlinkingkeywords">অভিষেক বন্দ্যোপাধ্যায়</a>। এদিন নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে করালেন তিনি। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। উদাহরণ টেনে বলেন, ভারত, পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে নিকেশ করে দিয়েছে। মনে করালেন ৯/১১ থেকে ২৬/১১ এ জঙ্গি হামালার কথা। অর্থাৎ অভিষেকের কথায়, ' সাপ, সাপই থাকে। বদলায় না।' !</p> <p>আরও পড়ুন, <a title="চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে রাজি সরকার, আজই দুপুর ১টায় বিকাশভবনে বসার প্রস্তাব, কারা থাকছেন বৈঠকে?" href="https://ift.tt/WNe7dBx" target="_self">চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে রাজি সরকার, আজই দুপুর ১টায় বিকাশভবনে বসার প্রস্তাব, কারা থাকছেন বৈঠকে?</a></p> <p>এদিন তিনি স্পষ্ট করেন, পাকিস্তানকে সমর্থন করা মানেই সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সমর্থন করা হবে। ২২ তারিখে পহেলগাঁও হামলা শুধু আর ভারতের জাতীয় নিরাপত্তার জায়গায় আটকে নেই। এটা এখন গোটা বিশ্বের ইস্যু। তাই সবাইকে এই বিষয়ে ভাবতে বলেছেন তিনি। যদি আপনি ভারত ও পাকিস্তানের ইকোনমিক্সের দিকে তাঁকান, তাহলে স্বর্গ ও নরকের দেখা পাবেন।'</p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ) ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।</p>
from india https://ift.tt/PQwIjNn
via IFTTT
0 Comments