SSC Scam: OMR শিটের মিরর ইমেজের কপি প্রকাশের দাবিতে মামলার সিদ্ধান্ত, ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন চাকরিহারাদের একাংশ

<p><strong>কলকাতা:</strong> ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন চাকরিহারাদের একাংশ। সর্বোচ্চ আদালতের অবসরকালীন বেঞ্চে আবেদন জানাবেন বলে তাঁরা জানিয়েছেন। OMR শিটের মিরর ইমেজের কপি প্রকাশের দাবিতে মামলার সিদ্ধান্ত। অযোগ্য বলে চিহ্নিতদের বেছে অবিলম্বে বরখাস্ত করার দাবিতে পৃথক মামলা দায়েরের সিদ্ধান্ত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সাংসদদের সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন চাকরিহারারা ।</p> <p>[yt]https://youtu.be/k5d2XVqsJY0?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="জাতীয় নিরাপত্তা নিয়ে স্পর্শকাতর তথ্য পাকিস্তানকে সরবরাহ ! নিয়েছেন মোটা টাকা, 'চরবৃত্তির' অভিযোগে এবার গ্রেফতার CRPF জওয়ান" href="https://ift.tt/6kQAMr8" target="_self">জাতীয় নিরাপত্তা নিয়ে স্পর্শকাতর তথ্য পাকিস্তানকে সরবরাহ ! নিয়েছেন মোটা টাকা, 'চরবৃত্তির' অভিযোগে এবার গ্রেফতার CRPF জওয়ান</a></p> <p>এর আগে শনিবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে যান চাকরিহারা শিক্ষকরা রবিবার অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে আইনি পরামর্শ চান তাঁরা। এরপরই সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। আজ সকালে ২ সদস্যের প্রতিনিধিদল দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।</p> <p><strong>সাংবাদিক:</strong> দুই সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/y07eKXg" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে। নিজেদের পৃথকভাবে মামলা করতে গিয়েছেন। মূলত গাজিয়াবাদ থেকে যে OMR শিট CBI উদ্ধার করেছিল,&nbsp; সেই OMR শিটের মিরর ইমেজের কপি প্রকাশের দাবিতে এবার তাঁরা দেশের শীর্ষ আদালতে গিয়েছেন..</p> <p><strong>চাকরিহারা শিক্ষক:&nbsp;</strong>সিবিআই যে OMR এর সফট কপি হার্ডডিস্ক যেটা উদ্ধার করেছে, সেটাকে মান্যতা দিয়েছে। পরিষ্কার বিচারে উল্লেখ আছে।&nbsp; তাহলে সেই OMR গুলি প্রকাশ্যে আনা, যেটা হাইকোর্টের অর্ডারেও উল্লেখ ছিল। এমন কি আমাদেরও দাবি ছিল, যে OMR গুলি প্রকাশ করা হোক।&nbsp; কিন্তু আমরা সাম্প্রতিককালের একটি শুনানিতে দেখলাম, যেহেতু সেটা আদালতের আওতায় রয়েছে, তাই সেটা প্রকাশ্যে আসবে না বলে জানিয়েছিল SSC.</p>

from india https://ift.tt/EWod3HX
via IFTTT

Post a Comment

0 Comments