China Supports Pakistan: 'পাকিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ব্রতী', শেহবাজ সরকারের সমর্থনে ফের বার্তা চিনের

<p><strong>নয়াদিল্লি:</strong> ফের একবার পাকিস্তানের পাশে থাকার বার্তা দিল চিন। জানিয়ে দিল, আগামীতেও পাকিস্তানের পাশে থাকবে তারা। পাকিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বাধীনতা ধরে রাখতে সবরকম ভাবে সাহায্য করবে। চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেছেন। পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথোপকথনে এই বার্তা দিয়েছে চিন। (China Supports Pakistan)</p> <p>ভারতের সঙ্গে সংঘাতের আবহেই ওয়াংয়ের সঙ্গে ফোনে কথা হয় ইশাকের। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। আর সেই আলোচনাতেই পাকিস্তানকে ওয়াং আশ্বাস জুগিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। প্রতিকুল পরিস্থিতিতে দাঁড়িয়েও পাকিস্তান যেভাবে 'সংযম' দেখিয়েছে , 'দায়িত্বশীল' আচরণ করেছে, ওয়াং তার জন্য পাকিস্তানের প্রশংসাও করেছেন বলে খবর। (India Pakistan Conflict)</p> <p>পাকিস্তানের বিদেশমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, 'উনি (ওয়াং) জানিয়েছেন, পাকিস্তান এবং চিন পরস্পরের সর্বক্ষণের সঙ্গী। দুই দেশের বন্ধুত্ব অত্যন্ত মজবুত এবং পাকিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বাধীনতা রক্ষায় আগামী দিনেও তাদের পাশে থাকবে চিন'।&nbsp;</p> <p>পাশাপাশি, শনিবার সংযুক্ত আরব আমিরশাহির ডেপুটি প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদের সঙ্গেও কথা হয় ইশাকের। ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও কথা হয় পাক বিদেশমন্ত্রী ইশাকের।</p> <p>এদিন বিকেলেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং পাকিস্তান, দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানান তিনি। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানান এবং ট্রাম্পের প্রশংসা করেন। কিন্তু তার পরও ঝাঁকে ঝাঁকে পাক ড্রোন ভারতের আকাশে ঢোকে।</p> <p>এদিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকেও ফোন করেন ওয়াং। তাঁদের আলোচনায় উঠে আসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গও। চিনা বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে বলে, &lsquo;ওয়াং জানিয়েছেন, পহেলগাঁওয় হামলার তীব্র নিন্দা করে চিন। চিন সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের পরিস্থিতি অত্যন্ত অশান্ত এবং জটিলও। এশিয়া অনেক কষ্টে শান্তি এবং স্থিতিশীলতা অর্জন করেছে, যাকে যে ধরে রাখতেই হবে। ভারত এবং পাকিস্তান পরস্পরের প্রতিবেশী। পরস্পরকে দূরে সরানো সম্ভব নয়। তারা চিনেরও প্রতিবেশী&rsquo;।&nbsp;</p>

from india https://ift.tt/j07EW2R
via IFTTT

Post a Comment

0 Comments

Nepal News Update: 'চিনের একটা খেলা তো চলছেই, ভারত সরকারের উচিত...', নেপালের টেনশন টের পাওয়া যাচ্ছে শিলিগুড়িতে পা রাখলেই !