<p><strong>কলকাতা:</strong> চিন্ময়কৃষ্ণ দাসকে জেলেই রাখতে চায় ইউনূস সরকার। ফের গ্রেফতার সন্ন্যাসী। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারির পর এবার চট্টগ্রামে আইনজীবী সইফুল ইসলামকে কুপিয়ে-পিটিয়ে হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে শোন অ্যারেস্ট দেখানো হল।</p> <p>[yt]https://youtu.be/EsuCq4ZSyYY?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="আপনারা করছেন দাঙ্গা, গালাগালি খাচ্ছি আমি, কাদের উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?" href="https://ift.tt/psYFk5H" target="_self">আপনারা করছেন দাঙ্গা, গালাগালি খাচ্ছি আমি, কাদের উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?</a></p> <p>বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ, আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ। শুনানিতে চিন্ময়কৃষ্ণর পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। এর আগে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয় চিন্ময়কৃষ্ণ দাসকে। সেই মামলায় জামিন মেলেনি, তার আগে এবার নতুন মামলায় গ্রেফতারি। </p> <p> </p>
from india https://ift.tt/qwdjU7e
via IFTTT
0 Comments