<p><strong>Kashmir News Update:</strong> জম্মু-কাশ্মীরের কুলগামে ২৩ বছরের যুবকের দেহ উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। মৃতের নাম ইমতিয়াজ আহমেদ মাগরে বলে জানা গেছে। মৃত OGW অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার ছিল, যার সঙ্গে সম্পর্ক ছিল সন্ত্রাসবাদীদের, সূত্রের খবর। কিছুদিন আগে আহমেদ মাগরে পাকিস্তানি জঙ্গিদের লুকিয়ে থাকার খবর দিয়েছিল, পুলিশ সূত্রে খবর। আহমেদ মাগরেকে পুলিশ দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করার আগেই নদী দিয়ে পালানোর চেষ্টা করে, পুলিশ সূত্রে খবর। এই সময়েই ডুবে মৃত্যু হয় আহমেদ মাগরের, পুলিশ সূত্রে খবর। তাংমার্গে যে এলাকায় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের আস্তানা ভেঙে গুড়িয়ে দিয়েছিল, সেই জঙ্গি ঘাঁটির কথা জানত আহমেদ মাগরে, পুলিশ সূত্রে খবর। এই জঙ্গি আস্তানা থেকেই ২৩ এপ্রিল আহমেদ মাগরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, পুলিশ সূত্রে খবর। আহমেদ মাগরের মৃত্যু নিয়ে এলাকায় উত্তেজনা। ২ দিন আগে ভারতীয় সেনা আহমেদ মাগরেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল, অভিযোগ পরিবারের। </p> <p>সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলাতেই জঙ্গিদের থাকার এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিলে এই ইমতিয়াজ আহমেদ মাগরে। নিরাপত্তারক্ষীদের হাত থেকে বাঁচতে আচমকাই নদীতে ঝাঁপ দেয় সে। আর তারপরই জলে ডুবে মৃত্যু হয়েছে ওই যুবকের। বেশ অনেকটা উঁচু থেকে তোলা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ২৩ বছরের ইমতিয়াজ আহমেদ মোগরে কিছুক্ষণ জঙ্গলের ভিতর পর্যবেক্ষণের পর হঠাৎই ঝাঁপ দেয় নদীতে। পাথুরে নদীতে ঝাঁপ দেওয়ার পরই জলে ডুবে মৃত্যু হয়েছে ইমতিয়াজের। </p> <p><iframe title="Kashmir News : নদী দিয়ে পালানোর সময়ে জলে ডুবে মৃত্যু ওভারগ্রাউন্ড ওয়ার্কারের" src="https://www.youtube.com/embed/lpI8Chy1BSE" width="853" height="480" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <p>জিজ্ঞাসাবাদের জন্য শনিবার এই যুবককে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় ইমতিয়াজ জানায় যে জঙ্গিদের খাবার দিয়েছিল সে। সেই সঙ্গে কুলগামের তাংমার্গ এলাকায় জঙ্গলে জঙ্গিরা যাতে লুকিয়ে থাকতে পারে সেই জন্য অন্যান্য জিনিসপত্র দিয়েও সাহায্য করেছিল ইমতিয়াজ। নিরাপত্তারক্ষীদের জঙ্গিদের গোপন ডেরায় নিয়ে যেতেও নাকি রাজি হয়েছিল সে, এমনটাই খবর সূত্রের। এরপর রবিবার সকালে যখন জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে জঙ্গিদের ওই ডেরায় হানা দেয়, তখনই পালাতে যায় ইমতিয়াজ। আর ঝাঁপ দেয় নদীতে। তার পালানোর মুহূর্তের ছবিও ধরা পড়েছে ক্যামেরা। ইমতিয়াজ যখন ঝাঁপ দিয়েছিল তখন তার আশপাশে কেউই ছিল না। </p> <p>ভিডিওতে দেখা গিয়েছে সাঁতরানোর আপ্রাণ চেষ্টা করছিল ইমতিয়াজ। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে ক্রমশ ভেসে যেতে থাকে যে এবং একসময় ডুবে যায়। গোটা ঘটনাই ধরা পড়েছে ক্যামেরায়। ইমতিয়াজ আহমেদ মাগরের মৃত্যু নিয়ে যারা ভুল তথ্য ছড়াচ্ছে তাদের কড়া ভাষায় নিন্দা করেছে নিরাপত্তাবাহিনী। এই যুবকের মৃত্যু দুর্ভাগ্যজনক। কিন্তু এর জন্য নিরাপত্তাবাহিনীকে দায়ী করা কখনই ঠিক নয়। </p>
from india https://ift.tt/Nu3OIx6
via IFTTT
0 Comments