Covid-19 Cases in India: ধীরে ধীরে কি 'স্বমহিমায়' করোনা ? দেশজুড়ে এক লাফে আক্রান্তের সংখ্যা বাড়ল অনেকটাই

<p><strong>নয়াদিল্লি :</strong> ধীরে ধীরে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এই মুহূর্তে দেশে সংক্রমিতের সংখ্যা ২ হাজার অতিক্রম করে গেছে। ৩০ মে-র হিসাব অনুযায়ী, দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ২,৭১০। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১১ জন আক্রান্ত হয়েছেন। সবথেকে বেশি আক্রান্ত কেরলে। তারপরেই রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি। ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই ভাইরাসের পুনরুত্থানের মধ্যে এই খবর সামনে আসছে।&nbsp;</p> <p>কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সূত্র অনুযায়ী, কেরলে এই মুহূর্তে করোনা পজিটিভের সংখ্যা ১ হাজার ১৪৭। মহারাষ্ট্রে ৪২৪, দিল্লিতে ২৯৪ ও গুজরাতে ২২৩। তামিলনাড়ুতেও বাড়ছে সংক্রমণের সংখ্যা। সেখানে মোট আক্রান্ত ১৪৮। এরই মধ্যে কলকাতায় আরও ২১ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। &nbsp;সিএমআরআই হাসপাতালে ভর্তি রয়েছেন ৫জন। তবে, চিকিৎসকরা বলছেন, কোভিড আক্রান্তের অধিকাংশ ক্ষেত্রেই মৃদু উপসর্গ থাকছে। এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।&nbsp;</p> <p>করোনার ভয়ঙ্কর তাণ্ডবলীলার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। বছর তিনেক পর ফের করোনার ভ্রুকুটি ! মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো জায়গা দিয়ে নতুন করে বাড়বাড়ন্ত শুরু। এবার ভারতেও করোনার সংক্রমণের হারে বৃদ্ধি ধরা পড়ছে। চোখ রাঙাচ্ছে <a title="করোনা" href="https://ift.tt/zyZFQSA" data-type="interlinkingkeywords">করোনা</a>র নতুন উপপ্রজাতি NB.1.8.1 ।&nbsp;</p> <p>চিকিৎসক অজয় সরকার বলছেন, "ইনফেক্টিভিটি থাকবেই। ভাইরাস সম্পূর্ণ রূপে তো আমরা ইরাডিকেট করতে পারিনি, স্মল পক্স বা পোলিওর মতো, অতএব এটা থাকবেই। বছরে বছরে ঘুরে ঘুরে আসবে। আমরা প্রত্যেকেই ভ্যাকসিন নিয়েছিলাম। হয়তো আমাদের প্রত্যেকের তিনটি ভ্যাকসিন নেওয়া আছে। অতএব ভ্যাকসিনেটেড যাঁরা তাঁদের ভয় পাওয়ার কারণ নেই।"&nbsp;</p> <p>চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, "কোভিডও থেকে যাবে। নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে। সারাবছর ধরেই হয়তো টুকটাক অসুখ-বিসুখ করবে। হয়তো কখনো না কখনো সময় একটু ক্লাস্টারিং হবে। আমাদের &nbsp;যদি কোভিড এরকম বছরের পর বছর চলতে থাকে, যদি দেখা যায় যে কোভিডের জন্য মৃত্যু কিছুটা হলেও রয়েছে, তাহলে কি আমাদের প্রতি বছর বছর নিয়ম করে কোভিড ভ্যাকসিন নিতে হবে ? নাকি, এমন নতুন কিছু কোভিড ভ্যাকসিন নিতে হবে যেটা বহুদিন ৫-৬-৮ বছর অবধি রোবাস্ট ইমিউনিটি দিতে পারে ? এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে এটা ভাবতে হবে যদি কোনও তাৎপর্যপূর্ণ অসুখ করে থাকে, যাতে মৃত্যু বাড়ছে, যেহেতু এটা ভাইরাস...এটার বিরুদ্ধে কোনও অ্যান্টি-ভাইরাস, কোনও ওষুধ আমাদের লাগবে কি না। লাগলে সেটা কী...সেটা এক্সিক্সটিং কোনও অ্যান্টি-ভাইরাল, নাকি নতুন কোনও অ্যান্টি ভাইরাল আমাদের আবিষ্কার করতে হবে, দেখতে হবে।"</p>

from india https://ift.tt/qzPrxjk
via IFTTT

Post a Comment

0 Comments