<p><strong>ওয়াশিংটন:</strong> পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিয়ে পাকিস্তানে সেনা অভিযান চালিয়েছে ভারত। Operation Sindoor নিয়ে এই মুহূর্তে শোরগোল আন্তর্জাতিক মহলে। সেই আবহে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ভারত এবং পাকিস্তানের পরস্পরকে 'আক্রমণ' বন্ধ করা উচিত। উত্তেজনা কাটিয়ে উঠতে তিনি সাহায্য় করতে পারেন দুই দেশকে। তবে ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিলেও ভারত বা পাকিস্তান, কোনও পক্ষ প্রতিক্রিয়া জানায়নি এখনও পর্যন্ত। (Donald Trump)</p> <p>হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় এই প্রস্তাব দেন ট্রাম্প। তিনি বলেন, "ভয়ঙ্কর ব্যাপার। দু'পক্ষের সঙ্গেই ভাল সম্পর্ক আমার। দু'পক্ষকেই ভাল করে চিনি। আমি চাই ওরা সমঝোতায় আসুক, ওদের এসব করা থেকে বিরত দেখতে চাই আমি। আশাকরি, এবার অন্তত বন্ধ করবে। ঢিলের পাল্টা পাটকেল ছোড়া হয়ে গিয়েছে। দু'পক্ষের সঙ্গেই ভাল সম্পর্ক আমাদের। আমি যদি কোনও ভাবে সাহায্য় করতে পারি, যেতে রাজি আছি।" (Operation Sindoor)</p> <p>বুধবার Operation Sindoor নিয়ে যখন শোরগোল, সেই সময়ও উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তাঁর বক্তব্য ছিল, "লজ্জাজনক ঘটনা। ওভাল অফিসের দরজা দিয়ে ঢোকার সময় শুনলাম। কিছু যে ঘটতে চলেছে, তা জানাই ছিল, বিশেষ করে অতীত যদি স্মরণ করা যায়। দীর্ঘ সময় ধরে লড়াই করে আসছে ওরা। বহু দশক ধরে লড়াই চলছে। আশাকরি, শীঘ্রই এসব শেষ হবে।"</p> <p>ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের সূচনা অতি সম্প্রতি। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় উপত্যকার জঙ্গি সংগঠন The Resistance Front. সবমিলিয়ে ২৬ জন মারা যান হামলায়। কাশ্মীরে জন্ম হলেও, ওই সংগঠন আসলে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। পহেলগাঁও হানলার নেপথ্যে পাক সংযোগও উঠে আসে তদন্ত। আর এর পরই, ১৫ দিনের মাথায়, মঙ্গল-বুধ গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালায় ভারতের তিন বাহিনী।</p> <p>ভারত জানিয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের নয়টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের সাধারণ মানুষের কোনও ক্ষতি করা হয়নি। যদিও পাকিস্তান সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরির দাবি, ভারতের স্ট্রাইকে ৩১ জন সাধারণ নাগরিক মারা গিয়েছেন, আহত হয়েছেন ৫৭ জন। এ নিয়ে দিল্লির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।</p>
from india https://ift.tt/QdtBUvn
via IFTTT
0 Comments