<p><strong>ইসলামাবাদ :</strong> ভারতের প্রত্যাঘাত ঘুম কেড়েছে পাকিস্তানের। একযোগে ৯টি জঙ্গিঘাঁটিতে ভারতের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হানায় যে পাক সরকারের রক্তচাপ বেড়েছে তা বলাই যায়। কারণ, সে দেশের প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতি। এদিনই তিনি জানিয়েছেন, পূর্ণ মাত্রায় যুদ্ধ এড়াতে চাইছে ইসলামাবাদ। 'অপারেশন সিঁদুর'-এর পরপরই পাক সরকারের মন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। CNN-এর বেকি অ্যান্ডারসন অন কানেক্ট দ্য ওয়ার্ল্ড-কে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন, "এই সংঘাতের একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আমরা এড়ানোর চেষ্টা করছি।" </p> <p>তাঁর বক্তব্য, "ওরা (ভারত) গতরাতে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেছিল। বুধবার ভোরের এই আক্রমণ ছিল স্পষ্ট লঙ্ঘন এবং সংঘাতকে আরও বিস্তৃত করার এবং সম্ভবত এটিকে এই অঞ্চলের জন্য আরও বিস্তৃত এবং আরও বিপজ্জনক কিছুতে রূপান্তরিত করার জন্য একটি আমন্ত্রণ।" তাঁকে জিজ্ঞাসা করা হয়, এর পরে কী ? উত্তরে আসিফ বলেন, "পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত। নিঃসন্দেহে কোনও সন্দেহ নেই, কারণ ভারত এই সংঘাতের তীব্রতা, ঝুঁকি বাড়াচ্ছে। তাই আমরা আমাদের গার্ড নামিয়ে রাখতে পারব না।" এদিনই ব্লুমবার্গ টিভি তাঁকে উদ্ধৃত করে। তিনি বলেছিলেন, "নয়াদিল্লি যদি পরিস্থিতির উত্তেজনা কমায়, তাহলে পাকিস্তান ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে প্রস্তুত। আমরা গত দুই সপ্তাহ ধরে বলে আসছি যে আমরা কখনই ভারতের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কিছু শুরু করব না। কিন্তু যদি আমাদের উপর আক্রমণ করা হয়, আমরা জবাব দেব। যদি ভারত পিছু হটে, আমরা অবশ্যই এই উত্তেজনা বন্ধ করব।"</p> <p>একদিকে প্রতিরক্ষামন্ত্রী যখন একথা বলছেন, তখন বুধবার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে পাক সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের প্রত্য়াঘাতের পর, বুধবার বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ। সেখানে ছিলেন পাকিস্তানের ক্য়াবিনেট মন্ত্রী, রাজ্য়ের মুখ্য়মন্ত্রীরা, সমস্ত বাহিনীর প্রধান এবং সিনিয়র আধিকারিকরা। সেখানে ভারতের স্ট্রাইকের জবাব দেওয়ার জন্য় স্বাধীনতা চায় পাক সেনা। তাতে শাহবাজ শরিফ বলেন, সেনার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, এরপর তাহলে কী ?পাকিস্তান কি ফের ভারতের ক্ষতি করার রাস্তায় হাঁটবে ? ভারত অবশ্য় বুঝিয়ে দিয়েছে, তারা যে কোনও পরিস্থিতির জন্য় তৈরি। 'আগামীদিনে যে কোনও পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সুনিশ্চিত করতে হবে যে, আমাদের প্রস্তুতি যুদ্ধস্তরের।' এমনই বলেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।</p>
from india https://ift.tt/jdw3LTR
via IFTTT
0 Comments