<p><strong>কলকাতা :</strong> দেশের একাধিক স্পর্শকাতর এলাকার ভিডিও, পাক গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে যোগাযোগের একের পর এক তথ্য সামনে এসেছে। এহেন ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা একাধিকবার কলকাতায় এসেছেন। এই পরিস্থিতিতে জাতীয় সুরক্ষার স্বার্থে তাদের আওতায় থাকা স্টেশনের কোনো ছবি বা ভিডিও নিতে নিষেধ করল পূর্ব রেল। সংবাদ সংস্থা PTI সূত্রের খবর। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি বাড়াবে এবং নিশ্চিত করবে যে কেউ গুরুত্বপূর্ণ স্টেশনগুলির বিস্তারিত ছবি তুলতে না পারে, যা সংযোগকারী হিসেবে কাজ করে। পূর্ব রেলের মুখপাত্র জানিয়েছেন, স্টেশন প্রাঙ্গণ এবং প্ল্যাটফর্মের ছবি তোলা বা ভিডিও তোলার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন, দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তা সতর্কতার সঙ্গে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।</p> <p>রেলের আধিকারিক বলেন, "কিছু ব্লগার বা ইউটিউবার রেলওয়ে স্টেশনের ভিডিও ব্লগ তোলার চেষ্টা করেন, যা খুবই উদ্বেগজনক। সমস্ত বিভাগেই এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। কিন্তু কিছু লোক নির্দেশিকা অনুসরণ করতে চান না। ব্লগার এবং ইউটিউবারদের কাছে আমাদের অনুরোধ, আর কখনও এই ধরনের কার্যকলাপ করবেন না। নিরাপত্তার সঙ্গে আপোস করা যাবে না বলে এই চাপ প্রয়োজন। এই ধরনের বিধিনিষেধ সবসময়ই ছিল। তবে চলতি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জরুরি বিভাগ তা পুনরায় নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম বা চ্যানেলগুলি স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠানের ছবি তুলতে পারে, কিন্তু কোনও সাধারণ মানুষের তা করার অনুমতি নেই।"</p> <p>পাক গুপ্তচর সংস্থা ISI-এর অফিসার আলি হাসানের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, হাসানই পাকিস্তানে তাঁর থাকা এবং ঘোরার ব্যবস্থা করে দেয় বলে জেরায় কবুল করেছেন ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রা। পাকিস্তানে রীতিমতো VIP-র মর্যাদা পেয়েছিলেন পাক-গুপ্তচর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা। একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, লাহোরের আনারকলি বাজারে ঘুরছেন জ্যোতি...আর, তাঁর সঙ্গে সঙ্গে ঘুরছেন, AK-47 রাইফেল হাতে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। জ্যোতি একাধিকবার পাকিস্তানে গেছিলেন, এই তথ্য তো আগেই সামনে এসেছে। এবার সামনে এসেছে একজন সাধারণ ভারতীয় ইউটিউবারের পাকিস্তানে পাওয়া VVIP নিরাপত্তার ছবিটা। ভিডিও থেকেই স্পষ্ট, পাক গুপ্তর সংস্থা ISI জ্যোতির জন্য কতটা আাঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেছিল। এহেন জ্যোতিই একাধিকবার কলকাতায় এসেছেন। নদিয়ার গেদে সীমান্ত থেকে শুরু করে শিয়ালদা, হাওড়া, দমদমের মতো ব্যস্ত স্টেশনের একাধিক ছবি রয়েছে তাঁর ব্লগে। তদন্তকারী সংস্থার দাবি, জ্যোতির মোবাইল ফোনে জম্মু কাশ্মীর ও লাদাখের সীমান্তবর্তী এলাকার প্রচুর ভিডিও মিলেছে। সেখানে নিরাপত্তা বাহিনীর গতিবিধি, রাডারের লোকেশন, হাই সিকিউরিটি জোনের ছবি রয়েছে। জ্যোতির মোবাইল ফোনের ক্লাউড স্টোরেজ থেকে রাজস্থানে ভারত-পাক সীমান্তের একাধিক স্পর্শকাতর এলাকার ভিডিও মিলেছে বলে সূত্রের খবর। </p>
from india https://ift.tt/0tP4fgu
via IFTTT
0 Comments