<p><strong>সিমলা :</strong> একদিকে এরাজ্যে চাকরি হারিয়ে পথে নেমে এসেছেন হাজার হাজার শিক্ষক। হকের চাকরি ফেরত চাইতে গিয়ে জুটেছে পুলিশের মার। গলাধাক্কা, কিল-ঘুষি। মাটিতে লুটিয়ে পড়েছেন শিক্ষকরা। কার্যত চরম সংকট রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। এদিকে, কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে হিমাচলপ্রদেশের শিক্ষা ব্যবস্থায়ও। গত আড়াই বছরে এই রাজ্যে বন্ধ হয়ে গেছে ১২০০ স্কুল। বৃহস্পতিবার একথা জানালেন হিমাচলপ্রদেশের শিক্ষামন্ত্রী রোহিত ঠাকুর। Himachal Pradesh News</p> <p>এরমধ্যে কোনও নাম নথিভুক্ত না হওয়ায় তালা পড়ে গেছে ৪৫০ স্কুলে। অন্যদিকে, কম অনুপস্থিতির জন্য বাকিগুলিকে সংযুক্ত করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলছেন, 'শিক্ষা দফতরকে মজবুত করতে রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। প্রয়োজনে স্কুলগুলির একত্রিকরণ এবং পুনর্গঠনের কথাও বিবেচনা করা হচ্ছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২৫ জনের কম শিক্ষার্থী ভর্তি হলে স্কুলগুলিকে মার্জ করার একটি মাপকাঠি রাখা হয়েছে এবং শূন্য ভর্তিপ্রাপ্ত প্রায় ১০০টি স্কুলকে বিনা নোটিফিকেশনে রাখা হবে।'</p> <p>তিনি জানান যে, রাজ্য সরকার শিক্ষা বিভাগে কর্মরত ৭৭৮ জন আংশিক সময়ের জল পরিবহনকারী যাঁরা ৩১ মার্চ, ২০২৫ তারিখে ১১ বছর কাজ করে ফেলেছেন তাঁদের রেগুলারাইজ করেছে। চতুর্থ শ্রেণির শূন্য পদের ভিত্তিতে তাঁদের নেওয়া হয়েছে। সরকার শূন্য পদগুলিও পূরণ করছে এবং প্রাথমিক শিক্ষা বিভাগে ৩৯০০টি পদ সহ ১৫০০০ শিক্ষকের পদ অনুমোদন করেছে এবং হিমাচল প্রদেশ রাজ্য চয়ন আয়োগের মাধ্যমে শীঘ্রই অতিরিক্ত ৩১০০টি পদ পূরণ করা হবে।</p> <p>ঠাকুর বলেন, "আগের বিজেপি সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া থমকে গিয়েছিল। কিন্তু, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রকে মজবুত করতে সক্রিয়ভাবে কাজ করছে। প্রি-প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে, ৬২০০ নার্সারি টিচার নিয়োগ করা হয়েছে। রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ২০০ জনেরও বেশি ভারপ্রাপ্ত অধ্যক্ষের চাকরি নিয়মিত করা হয়েছে, যেখানে উচ্চশিক্ষা বিভাগে ৪৮৩ জন সহকারী অধ্যাপক নিয়োগ করা হয়েছে। গত আড়াই বছরে বর্তমান সরকার স্কুলে ৭০০ লেকচারার নিয়োগ করেছে। কিন্তু, আগর বিজেপি সরকারের সম্পূর্ণ ৫ বছরের মেয়াদে মাত্র ৫১১ জন লেকচারার নিয়োগ করা হয়েছিল।"</p> <p>এ বছর জানুয়ারি মাসে প্রকাশিত 'Annual Status of Education Report' অনুসারে, সরকারি স্কুলে ছাত্রদের পড়ার দক্ষতার নিরিখে দেশের সেরাগুলির মধ্যে রয়েছে হিমাচলপ্রদেশ।</p>
from india https://ift.tt/hB1QZq5
via IFTTT
0 Comments