India-Pakistan Conflict: ভারতের সঙ্গে 'শান্তি'-আলোচনা চাই, বার্তা পাক-প্রধানমন্ত্রীর !

<p><strong>ইসলামাবাদ :</strong> ভারতের সঙ্গে শান্তি-আলোচনা চায় পাকিস্তান। বৃহস্পতিবার এই বার্তা পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কামরা বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনের সময় এই মন্তব্য করেন তিনি। সেখানে তিনি বায়ুসেনা আধিকারিক ও জওয়ানদের সঙ্গে কথা বলেন। পাক-প্রধানমন্ত্রী বলেন, "আমরা ওদের (ভারতের) সঙ্গে শান্তির জন্য কথা বলতে প্রস্তুত। শান্তি-আলোচনার শর্ত কাশ্মীর ইস্যু।" এদিকে ভারত বরাবর স্পষ্ট করে দিয়েছে, কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ।&nbsp;</p> <p>এদিন শেহবাজের সঙ্গে বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন- উপপ্রধানমন্ত্রী ইশাক দার, প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ, সেনা প্রধান আসিম মুনির, চিফ অফ দ্য এয়ার স্টাফ, এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবের সিধু। ১০ মে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হওয়ার পর এটা পাক-প্রধানমন্ত্রীর কোনও দ্বিতীয় সামরিক ঘাঁটি পরিদর্শন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ৬ ও ৭ মে-র মধ্যরাতে 'অপারেশন সিঁদুর' চালায় ভারত। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া।</p> <p>বিস্তারিত আসছে...</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/p3vlh1G
via IFTTT

Post a Comment

0 Comments