India's Defence Budget : 'অপারেশন সিঁদুরের' পর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ পৌঁছাতে পারে ৫০ হাজার কোটি টাকায় ?

<p><strong>নয়াদিল্লি :</strong> বেশি ট্যাঁ-ফু করলে পাকিস্তান ও তাদের মদতপুষ্ট জঙ্গিদের কী হাল হতে পারে, তা 'অপারেশন সিঁদুরে' ও পরবর্তী সময়ে প্রত্যাঘাতের মাধ্যমে দেখিয়ে দিয়েছে ভারতের নিরাপত্তাবাহিনী। কাজে আসেনি চিন বা তুরস্কের সমরাস্ত্রও। কাজেই ঢোঁক গিলতে হয়েছে পাকিস্তানকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে মদত দেওয়া এই দুই রাষ্ট্রকে। এরকম একটা আবহে সামরিক ক্ষেত্রে আরও শক্তি বাড়াতে নয়া উদ্যোগ ভারতের। 'অপারেশন সিঁদুরের' পর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট বাড়তে পারে ৫০ হাজার কোটি টাকা। নতুন অস্ত্র ও গোলাবারুদ কেনার পাশাপাশি প্রযুক্তি কেনার জন্য ব্যয় করা হবে এই পরিমাণ অর্থ। সংসদের শীতকালীন অধিবেশনেই এর অনুমোদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনই খবর সর্বভারতীয় একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের।</p> <p>'অপারেশন সিঁদুর'-এ মাত্র ৩ ঘণ্টায় পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তানের একাধিক ফাইটার জেট ধ্বংস করা হয়েছে। পাকিস্তান বায়ুসেনার প্রায় ২০ শতাংশ পরিকাঠামোই ধ্বংস করে দিয়েছে বায়ুসেনা। ২৩ মিনিটের মিশনে রাফাল, স্ক্যাল্প মিসাইল এবং হ্যামার বম্ব ভারতের প্রযুক্তিগত ক্ষমতা দেখিয়ে দিয়েছে। ৭ মে পাকিস্তানের ওপর আঘাত হানতে সুপারসনিক মিসাইল ব্রহ্মোস ব্য়বহার করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, "অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের চালানো এখনও পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ বলে আমি মনে করি। ৩৫-৪০ বছর ধরে ভারত সীমান্তের ওপার থেকে চালিয়ে যাওয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। আজ ভারত গোটা বিশ্বকে স্পষ্ট করে দিয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা যে কোনও সীমা পর্যন্ত যেতে পারি।"&nbsp;</p> <p>একদিকে কাশ্মীরে জঙ্গি নিকেশ করছে রাপত্তাবাহিনী। অন্য়দিকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য়ও প্রস্তুত থাকছে সেনাবাহিনী। মুহুর্মুহু বোমা, গুলি, নাগাড়ে মর্টার আর গোলাবর্ষণ। এক নজরে দেখে মনে হতে পারে যুদ্ধ চলছে। আদতে চলছে ভারতীয় সেনার যুদ্ধাভ্যাস। পশ্চিমে পাকিস্তান, উত্তর-পূর্বে চিন, পূবে বাংলাদেশ। ভারতের দিকে দিকে এখন শত্রু! এই ত্রিশক্তিকে আটকাতে প্রতি মুহূর্তে নিজের সক্ষমতা ঝালিয়ে নেয় ভারতীয় সেনাবাহিনী! অপারেশন সিঁদুরের মধ্য়ে দিয়ে পাকিস্তানের বুকে আঘাত করে ইতিমধ্য়েই নিজেদের শক্তি দেখিয়ে দিয়েছে তারা।&nbsp;</p> <p>বিস্তারিত আসছে..</p>

from india https://ift.tt/kpOLUI7
via IFTTT

Post a Comment

0 Comments

Nepal Protest News: Gen-Z-র প্রতিবাদে উত্তাল নেপাল, কাঠমাণ্ডুগামী উড়ান সাসপেন্ড-বাতিলের সিদ্ধান্ত ইন্ডিগো-স্পাইসজেটের