India-Pakistan Conflict: বেছে বেছে LeT জঙ্গিদের নিকেশ, পাকিস্তানে 'টার্গেট কিলিং' নিয়ে ঘুম ছুটেছে পাক সরকার ও নিরাপত্তাবাহিনীর !

<p><strong>করাচি :</strong> একের পর এক জঙ্গি খতম । লস্কর-ই-তৈবার এক অপারেটিভ আবদুল ওয়াহিদ কুম্ভকে গুলি করে নিকেশ করা হয়েছে। তার আগেই রবিবার পাকিস্তানের সিন্ধ প্রদেশে লস্কর-ই-তৈবার শীর্ষ জঙ্গি রাজাউল্লা নিজামানি খালিদ ওরফে আবু সইফুল্লা খালিকদে গুলি করে খতম করেছে সশস্ত্র লোকজন। 'অপারেশন সিঁদুরের' পর থেকে পাকিস্তানের বিভিন্ন অংশে LeT জঙ্গিদের এভাবে "টার্গেট কিলিং" বেড়ে গেছে। পাকিস্তান সংবাদ মাধ্যমও এনিয়ে খবর করে যাচ্ছে সমানে। তারপর থেকেই বিষয়টি পাক সরকার ও সেদেশের নিরাপত্তাবাহিনীর মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।</p> <p>নেপাল চলে যাওয়ার আগে ভারতের একাধিক জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল নিজামানি। এরপর পাকিস্তানের নিরাপত্তা এজেন্সির সহায়তায় সিন্ধ প্রদেশে ঘাঁটি গাড়ে সে। অন্যদিকে, লস্কর-ই-তৈবার রাজনৈতিক মোর্চা মিল্লি মুসলিম লিগের সদস্য ছিল নিজের সমাজকর্মী হিসাবে পরিচয় দেওয়া কুম্ভ। পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাদিন জেলার মাতলির একই এলাকায় তাকে নিকেশ করেছে সশস্ত্র লোকজন। স্থানীয় এজেন্সির কথায়, "আবদুল ওয়াহিদ কুম্ভকে ঘটনাস্থলে মারা হয়েছে। তাহির নামে আরও একজন সেখানে আহত হয়েছে। ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। তাদের নাম- গুলাম সাবির ও রাফাকত। তারা সিন্ধ জাতীয়তাবাদী গ্রুপ সিন্ধ দেশ রিভলিউশন আর্মির সদস্য।"</p> <p>বিস্তারিত আসছে...</p>

from india https://ift.tt/oNEYTlW
via IFTTT

Post a Comment

0 Comments

Intercaste Relationship: 'নিচু জাতের' ছেলের সঙ্গে মেয়ের প্রেম, শ্বাসরোধ করে খুন করল বাবা, আত্মহত্যা বলে চালাতে মুখে ঢেলে দিল কীটনাশক