India-Pakistan Conflict : 'আমেরিকার সঙ্গে আলোচনার সময় বাণিজ্য নিয়ে কোনও কথা হয়নি', বলছে সরকারি সূত্র : PTI ; ট্রাম্পের দাবি নস্যাৎ ?

<p><strong>নয়াদিল্লি :</strong> "ভারত ও আমেরিকার শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনার সময় বাণিজ্য নিয়ে কোনও কথা হয়নি।" আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নস্যাৎ করে জানিয়ে দিল সরকারি সূত্র। সংবাদ সংস্থা PTI সূত্রের খবর। ট্রাম্প দাবি করেছেন, তিনি নাকি ভারত ও পাকিস্তানকে বলেছেন, যুদ্ধ না থামালে এই দুই রাষ্ট্রের সঙ্গে আমেরিকা কোনও বাণিজ্য করবে না। যা নিয়ে জলঘোলা হচ্ছে বিস্তর। এই পরিস্থিতিতে সামনে এল সরকারি সূত্রের এই খবর। ওই সূত্র জানিয়েছে, অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ৯ মে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। সেইসময় তাঁদের মধ্যে বাণিজ্য নিয়ে কথা হয়নি। ৮ মে ও ১০ মে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন সেক্রেটারি অফ স্<a title="টেট" href="https://ift.tt/CliBtFV" data-type="interlinkingkeywords">টেট</a> মার্কো রুবিও। ১০ মে-ই কথা বলেন NSA অজিত ডোভালের সঙ্গে। এই আলোচনাগুলির কোথাও বাণিজ্যের কথা হয়নি।</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">After Operation Sindoor commenced, VP JD Vance spoke to the PM on May 9. Secretary Rubio spoke to EAM on 8 May and 10 May and to NSA on 10 May. There was no reference to trade in any of these discussions: Sources <a href="https://t.co/sYSAIj3HDR">pic.twitter.com/sYSAIj3HDR</a></p> &mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1921960577024294981?ref_src=twsrc%5Etfw">May 12, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির জন্য মধ্যস্থতা করেছেন বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ভারত কিংবা পাকিস্তান জানানোর আগেই তিনি ঘোষণা করেছেন দু'দেশ সংঘর্ষ বিরতিতে সক্ষম হয়েছে ! শুধু তাই নয়, একধাপ এগিয়ে তিনি কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাবও কার্যত দিয়েছেন ! এবার আরও একধাপ এগিয়ে ট্রাম্প মন্তব্য করেছেন, যুদ্ধ থামালে তিনি দুই দেশের সঙ্গে বাণিজ্য করবেন, অন্যথা নয়। ট্রাম্পের কথায়, "আমি আপনাদের জানাতে পেরে খুবই গর্বিত যে ভারত ও পাকিস্তানের নেতৃত্ব অটল এবং শক্তিশালী ছিলেন, উভয় ক্ষেত্রেই অটল - তাঁদের পরিস্থিতির গুরুত্ব সম্পূর্ণরূপে জানার এবং বোঝার শক্তি, প্রজ্ঞা এবং দৃঢ়তার দৃষ্টিকোণ থেকে। আমরা অনেক সাহায্য করেছি, আর বাণিজ্যেও সাহায্য করেছি। আমি বললাম। চলুন, আমরা আপনাদের সঙ্গে অনেক ব্যবসা করব। চলুন এটা (পড়ুন, যুদ্ধ) বন্ধ করা যাক, চলুন বন্ধ করা যাক। যদি আপনারা তা থামান, আমরা বাণিজ্য করব। যদি আপনারা না থামান, আমরা কোনও বাণিজ্য় করব না। আমি যেভাবে বাণিজ্যকে ব্যবহার করেছি, সেভাবে কেউ কখনো করেনি। তা থেকে, আমি আপনাদের বলতে পারি, হঠাৎ তারা বলল। আমার মনে হয় আমরা থামতে চলেছি এবং তারা থামিয়ে দিয়েছে।"</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | US President Donald Trump says, "...I'm very proud to let you know that the leadership of Indian and Pakistan was unwavering and powerful, but unwavering in both cases - they really were from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully&hellip; <a href="https://t.co/rFbznHMJDF">pic.twitter.com/rFbznHMJDF</a></p> &mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1921928311401324780?ref_src=twsrc%5Etfw">May 12, 2025</a></blockquote> <p>&nbsp;</p>

from india https://ift.tt/418tMZm
via IFTTT

Post a Comment

0 Comments