Operation Sindoor: অপারেশন সিঁদুর নিয়ে 'আপত্তিকর' পোস্ট ! এবার সরকারি কর্মীকে গ্রেফতার করল পুলিশ

<p><strong>নয়াদিল্লি:</strong> অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর পোস্টের জন্য ইতিমধ্য়েই একাধিকজনের শ্রীঘরে ঠাঁই হয়েছে। সম্প্রতি চেন্নাইয়ের বিশ্ব বিদ্যালয়ের একজন অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে। আর এবার অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর পোস্ট করার জন্য গুজরাতের একজন সরকারি কর্তাকে গ্রেফতার করা হয়েছে।</p> <p>[yt]https://youtu.be/qCb21CAoh7M?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন,<a title=" কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের জায়গা নেই, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য নিয়ে কি কথা হয়েছে মোদির ? বড় বার্তা বিদেশমন্ত্রকের" href="https://ift.tt/mgHVX0G" target="_self"> কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের জায়গা নেই, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য নিয়ে কি কথা হয়েছে মোদির ? বড় বার্তা বিদেশমন্ত্রকের</a></p> <p>পুলিশ কর্তা মহর্ষি রাভাল জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মগুলি চেক করার সময়, জেলা সাইবার টিমের প্রতিনিধিরা একটি আপত্তিকর পোস্ট দেখতে পায়। এরপরেই জানা যায় ওই গুজরাত সরকারের অধীনে কর্মরত ওই ব্যক্তির পোস্ট। এরপরেই আর দেরি করেনি ওই রাজ্যের পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁকে। বছর ২৭ এর গুজরাতের ওই সরকারি কর্মীর নাম কৃপল প্যাটেল। যিনি মূলত রাজ্যের পঞ্চায়েত দফতর কর্মরত ছিলেন।&nbsp;</p> <p>উল্লেখ্য কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকেই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে উস্কানিমূলক, আপত্তিকর এবং অসংখ্য ভুয়ো পোস্ট। এরপরেই কেন্দ্রীয় সরকার পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করে দেয়। সেই তালিকায় খোদ পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলও ছিল।&nbsp;</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/6VtT0wN
via IFTTT

Post a Comment

0 Comments