India-Pakistan Conflict: 'ট্রাম্প চান ভারত-পাকিস্তান সম্পর্কে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমুক' : হোয়াইট হাউস প্রেস সচিব

<p><strong>ওয়াশিংটন ডিসি :</strong> ভারত-পাকিস্তান সম্পর্কের চূড়ান্ত অবনতি। নির্লজ্জ পাকিস্তানকে প্রতিদিন সবক শেখাচ্ছে ভারত। যদিও কাপুরুষের মতো নিয়ন্ত্রণরেখা বরাবর নিরীহ গ্রামবাসীকে শুধু টার্গেট করাই নয়, গতকাল একলপ্তে প্রচুর সংখ্যক ড্রোন ছোড়ে পাকিস্তান। যেগুলি ভারতীয় নিরাপত্তাবাহিনী গুলি করে নামিয়েছে। এরপর আজও উত্তরে বারামুল্লা থেকে দক্ষিণের ভূজ পর্যন্ত বিস্তীর্ণ অংশে ২৬টি জায়গায় ড্রোন দেখা গিয়েছে। পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমানা ও নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোনগুলি দেখা যায়। যারমধ্যে সশস্ত্র ড্রোনও রয়েছে। যার টার্গেটে থাকতে পারে সামরিক ও অসামরিক ক্ষেত্র। যদিও পাল্টা জবাব দিতে তৈরি ভারতের যোগ্য বাহিনীও। এই আবহে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্রুত উত্তজেনা কমুক। চলতি এই উত্তেজনায় ওয়াশিংটন মধ্যস্থতার কোনও চেষ্টা করছে কিনা, সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ওই কথা বলেন তিনি।<br />&nbsp;<br />হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, "এই বিষয়টি সেক্রেটারি অফ স্টেট এবং এখন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও দেখছেন। প্রেসিডেন্ট বলেছেন যে তিনি চান, যত দ্রুত সম্ভব উত্তেজনা কমে আসুক। তিনি জানেন যে, এই দু'টি দেশ কয়েক দশক ধরে একে অপরের সঙ্গে বিরোধপূর্ণ, প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে আসার অনেক আগে থেকেই। যদিও, উভয় দেশের নেতার সঙ্গেই তাঁর সুসম্পর্ক রয়েছে। সেক্রেটারি অফ স্<a title="টেট" href="https://ift.tt/Cn2cV5I" data-type="interlinkingkeywords">টেট</a> মার্কো রুবিও উভয় দেশের নেতার সঙ্গে অবিরাম যোগাযোগ রেখে এই সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করছেন।"</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Washington, DC | On US efforts to mediate in the India-Pakistan conflict, White House Press Secretary Karoline Leavitt says, "This is something that the Secretary of State and now our NSA as well, Marco Rubio, has been involved in. The President has expressed that he&hellip; <a href="https://t.co/NL55jSFyIM">pic.twitter.com/NL55jSFyIM</a></p> &mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1920894774300889477?ref_src=twsrc%5Etfw">May 9, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>এর আগে এই ইস্যুতে আমেরিকার সরাসরি মধ্যস্থতার কোনও সম্ভাবনার তত্ত্ব উড়িয়ে দিয়েছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমানোকে উৎসাহিত করবে, তবে সামরিকভাবে জড়িত হবে না। তাঁর কথায়, আমরা যা করতে পারি তা হল ওদের মধ্যে উত্তেজনা কিছুটা কমাতে উৎসাহিত করার চেষ্টা করা। কিন্তু আমরা এমন একটি যুদ্ধের মাঝখানে জড়িয়ে পড়ব না যা মূলত আমাদের বিষয় নয় এবং আমেরিকার এটি নিয়ন্ত্রণ করার ক্ষমতার সঙ্গে কোনও সম্পর্ক নেই।"</p>

from india https://ift.tt/tPZFBG6
via IFTTT

Post a Comment

0 Comments

Bangladesh News: পুলিশের সঙ্গে সংঘর্ষ, ব্যারিকেড ভাঙলেন VHP-র প্রতিবাদীরা, বাংলাদেশ হাই কমিশনের বাইরে উত্তেজনা চরমে