India Pakistan Conflict: 'কোনও যুদ্ধই হয়নি, দু-একটা মিসাইল ওদিকে গিয়েছে, কোথায় জঙ্গিঘাটি ধ্বংস ?' ; কেন্দ্রের কাছে 'প্রমাণ' চাইলেন সৌগত রায়

<p><strong>কলকাতা:</strong> সংঘর্ষ বিরতি ঘোষণার পর, এমনিতেই ভারতে বিরোধীদের নিশানায় ট্রাম্প। একাধিক ইস্যুতে উঠেছে প্রশ্ন। যখন সারাদেশ সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই গোটা প্রত্যাঘাতের বিষয় নিয়ে বড় প্রশ্ন তুলেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।&nbsp;</p> <p>[yt]https://youtu.be/AdqaHGb_gtM?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="'বিশ্বের দাদাগিরি করা দেশ নাক গলানোর সুযোগ পাবে..', বাংলাদেশ ও নেপাল ইস্যুতে নাম না করে কাকে নিশানা দিলীপের ?" href="https://ift.tt/AXa3nqs" target="_self">'বিশ্বের দাদাগিরি করা দেশ নাক গলানোর সুযোগ পাবে..', বাংলাদেশ ও নেপাল ইস্যুতে নাম না করে কাকে নিশানা দিলীপের ?</a></p> <p>সৌগত রায় বলেছেন, 'কোনও যুদ্ধই হয়নি। ব্যাপারটা প্রায় হাস্যকর হয়েছে। ড্রোন এদিক থেকে ওদিকে গিয়েছে। দু-একটা মিসাইল এদিক থেকে ওদিকে গিয়েছে। কোনও মেজর তফাৎ হয়নি। কোথায় জঙ্গিঘাটি ধ্বংস হয়েছে ? তার প্রমাণ কেন্দ্রীয় সরকার রাখুক না মানুষের সামনে।আমি তো দেখছি ছবিতে, ওই একটা দুটো মাসুদ আজাহারের যে জায়গা, পুরনো ভাঙা বাড়ি, একে জঙ্গিঘাটি ধ্বংস করা বলে ? পাকিস্তানের কোন অস্ত্র আমরা ধ্বংস করতে পেরেছি। সেই প্রমাণগুলি দিন না। নের্তৃত্ব তো কিছু দেখাতেই পারল না। পাকিস্তানের মতো দেশকে একটা শিক্ষা দেওয়া গেল না। '&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/HrKaALN
via IFTTT

Post a Comment

0 Comments

SIR News: 'পূরণ করতে হবে Format-B ডিক্লারেশন ফর্ম', SIR পর্বের শেষ ধাপে এসে 'Very Urgent' নির্দেশিকা পূর্ব রেলে