<p><strong>কলকাতা: </strong>জাপানে গিয়ে পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ অভিষেকের।টোকিও-তে গোটা বিশ্বের সামনে পাকিস্তানের আসল রূপ প্রকাশ্যে আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সন্ত্রাসবাদ যদি পাগলা কুকুর (Rabid Dog) হয়, তাহলে পাকিস্তান তার লালনকারী (Wild Handler)। গোটা বিশ্বের সবাইকে একত্রিত হয়ে সেই প্রশয়দাতা, সেই লালন-পালনকারীকে ধরাশায়ী করতে হবে। নতুবা সে আরও এমন অজস্র পাগলা কুকুরের জন্ম দেবে।' </p> <p><iframe style="border: none; overflow: hidden;" src="https://ift.tt/JufjVSm" width="560" height="314" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <p>[yt]https://youtu.be/E600PGNhH7c?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="বাংলাদেশেই ভারত বিরোধিতা চরমে, 'ভাতে মারা'র কৌশল নয়াদিল্লির, এপারে একাধিক পণ্যের আমদানি বন্ধে লোকসানের মুখে ইউনূস সরকার !" href="https://ift.tt/Ropb072" target="_self">বাংলাদেশেই ভারত বিরোধিতা চরমে, 'ভাতে মারা'র কৌশল নয়াদিল্লির, এপারে একাধিক পণ্যের আমদানি বন্ধে লোকসানের মুখে ইউনূস সরকার !</a></p> <p>পাকিস্তানের বিরুদ্ধে প্রচারে জাপানে সর্বদলীয় প্রতিনিধি দলে <a title="অভিষেক বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/aQKd1LU" data-type="interlinkingkeywords">অভিষেক বন্দ্যোপাধ্যায়</a>। পহেলগাঁও হামলার ইস্যুতে অভিষেক বলেন, এই কথা আপনারা ছড়িয়ে দিন যে পাকিস্তান আদতে কী করেছে। আজ ভারতের সঙ্গে হয়েছে। কালও অন্য কারও সঙ্গেও তো হতে পারে। পাকিস্তানের দ্বিচারিতা, মিথ্যাচার গোটা বিশ্বের সামনে টেনে খুলে দেন অভিষেক। পাশাপাশি প্রতিবেশি রাষ্ট্র হিসেবে কী পোহাতে হল, তাও মনে করিয়ে দেন তিনি। অভিষেকের কথায়, '..যে কেউ হতে পারে। আপনি তো প্রতিবেশী দেখে ঘর নেন না' ! </p> <p> </p>
from india https://ift.tt/NdyBjSc
via IFTTT
0 Comments