Narendra Modi: সিকিম যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাগডোগরা থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন অনুষ্ঠানে

<p>Narendra Modi: খারাপ আবহাওয়ার দরুণ প্রধানমন্ত্রীর সফরসূচিতে বদল। সিকিম যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিকিমের রাজ্যের মর্যাদা পাওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সিকিমের অনুষ্ঠানে বাগডোগরা থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।&nbsp;</p> <p>অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজ রাজ্যে এসে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার প্য়ারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক সভা করবেন। তারপর ওই একই জায়গায় রাজনৈতিক সভাও করবেন তিনি। সকালে বাগডোগরা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। দুপুরে আলিপুরদুয়ার প্য়ারেড গ্রাউন্ডে সিটি গ্যাস সরবরাহ পরিযোজনা প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। ২টো ৫৫ থেকে ৩টে ৫০ পর্যন্ত ওই মাঠেই তাঁর দলীয় জনসভা। এরপর হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী যাবেন হাসিমারায়। বিকেল ৪টে ২০ মিনিটে হাসিমারা থেকে রওনা দেবেন পাটনার উদ্দেশে।&nbsp;</p>

from india https://ift.tt/tWNJa0e
via IFTTT

Post a Comment

0 Comments