<p>North East Heavy Rain: প্রবল বৃষ্টি চলছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বিভিন্ন জায়গায় জমে রয়েছে জল। সেই সঙ্গে হড়পা বাণ, অর্থাৎ ফ্ল্যাশ ফ্লাডও হয়েছে বেশ কিছু অঞ্চলে। অসম, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়- সর্বত্র পরিস্থিতি প্রায় এক। এই পরিস্থিতিতে উত্তর-পূর্বের ৬ রাজ্যে অন্তত ২৭ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। মৃতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুরাও। গত ২ দিন ধরে নাগাড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে এই ৬ রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তার জেরেই এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। টানা বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় ভূমিধস হয়েছে। ধস নামার ফলে ভেঙে পড়েছে বাড়িঘর। নাগাড়ে বর্ষণ চলছে, তার ফলে জলে ডুবেছে একাধিক এলাকা। পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের। অরুণাচল প্রদেশে ৯ জন, মেঘালয়ে ৬ জনের, অসম এবং মিজোরামে ৫ জন করে, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে ১ জনে করে বাসিন্দার মৃত্যু হয়েছে বলে খবর। ব্যাপক ভাবে বিপর্যস্ত হয়েছে জনজীবন। </p> <p>সূত্রের খবর, অরুণাচল প্রদেশে মৃত ৭ জনের মধ্যে রয়েছেন ২ জন মহিলা এবং ২ শিশু। জাতীয় সড়ক ১৩- র উপরে ব্যাপক ভূমিধসের কারণে এই ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় ভারী বৃষ্টির জেরে জাতীয় সড়ক ১৩- র উপর ব্যাপক ধস নেমেছে। জাতীয় সড়ক ১৩- র উপর বানা-সেপ্পা এলাকা দিয়ে ৭ যাত্রী নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। ধস এবং প্রবল বৃষ্টির কারণে জাতীয় সড়ক থেকে সোজা গিয়ে পড়েছে পাশের খাদে। এই ঘটনা অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায়। শুক্রবার রাতে জাতীয় সড়ক ১৩ দিয়ে বানা থেকে সেপ্পার দিকে যাচ্ছিল ওই গাড়িটি। তখনই বাড়ে বৃষ্টির তীব্রতা। রাস্তায় নামে ধস। আর ঘটে যায় দুর্ঘটনা। পরবর্তীতে উদ্ধারকারী দল ৭ জনের দেহ উদ্ধার করেছে। অরুণাচল প্রদেশের এই বানা-সেপ্পা এলাকা এমনিই ধসপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। বিশেষ করে বর্ষার সময়ে, জুন থেকে সেপ্টেম্বর মাস, এই সময় প্রবল বৃষ্টিপাতের কারণে এলাকায় ব্যাপক ভূমিধস হতে দেখা যায় প্রায় প্রতি বছরই। এবছরও প্রকৃতি তার চরম রূপ ধারণ করতেই, আতঙ্ক নেমে এসেছে অরুণাচল প্রদেশের এই এলাকায়। </p> <p>অসমেও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ধসের কারণেই। প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই রাজ্যের ৬ জেলায়। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার প্রায় সবটাই জলমগ্ন। ফলে ক্রমশ বাড়ছে যানজট। মেঘালয়ে যে ৬ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে এক বৃদ্ধ এবং একজন শিশুর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা- প্রবল বৃষ্টিতে সর্বত্র পরিস্থিতি একই। </p> <p>তথ্যসূত্র- আইএএনএস </p>
from india https://ift.tt/5NzKGfH
via IFTTT
0 Comments