<p><strong>Pahalgam Incident:</strong> ২২ এপ্রিল, ২০২৫। ভারতের ইতিহাসে নিঃসন্দেহে কালো দিন হয়ে থেকে যাবে। কারণ ওইদিনই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। নিহত হয়েছেন ২৬ জন নিরীহ সাধারণ মানুষ। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক। আর একজন স্থানীয় যুবক, পেশায় টাট্টু ঘোড়ার চালক। পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি। আর পর্যটকদের ক্ষেত্রে জঙ্গিরা ধর্মীয় পরিচয় জেনে, বেছে বেছে হিন্দু পুরুষদের টার্গেট করেছিল। গুলি করে খুন করা হয় তাঁদের। স্ত্রী'র সামনে স্বামী, মেয়ের সামনে বাবা খুন হয়েছেন জঙ্গিদের হাতে। মহিলাদেরকে ছেড়ে দিয়েছিল জঙ্গিরা। বলেছিল 'দেশে ফিরে প্রধানমন্ত্রী মোদিকে বলো।' </p> <p>হিন্দু মহিলাদের সিঁথির সিঁদুর এক লহমায় মুছে দিয়েছিল ২২ এপ্রিলের জঙ্গি হামলা। বদলা নিয়েছে ভারত। 'অপারেশন সিঁদুর' অভিযানের মাধ্যমে হয়েছে কড়া প্রত্যাঘাত। মহিলাদের সিঁদুরের সম্মানার্থেই ভারতের অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। কিন্তু এবার সেই মহিলাদের সাহসিকতা নিয়েই প্রশ্ন তুললেন বিজেপির সাংসদ। সেখানেই থেমে থাকেননি তিনি। অত্যন্ত আপত্তিকর মন্তব্যও করেছেন। বিজেপির সাংসদ রাম চন্দ্র জাংরার কথায়, 'পহেলগাঁওতে ওই মহিলারা ভিক্টিম হয়েছিলেন কারণ, তাঁদের মধ্যে 'বীরাঙ্গনার কৃতিত্ব, উৎসাহ, উদ্দীপনা, উদ্যম কম ছিল।' হরিয়ানার ভিওয়ানিতে আহিল্যাবাঈ হোলকারের ৩০০তম জন্মবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দেওয়ার সময়েই এই মন্তব্য করেছেন বিজেপির ওই সাংসদ। ১৮ শতকে নিজের সাহসিকতা এবং দূরদর্শী চিন্তাভাবনার জন্য পরিচিত নাম ছিলেন মারাঠা রানি আহিল্যাবাঈ হোলকার। </p> <p>হরিয়ানার ওই অনুষ্ঠানে বিজেপির সাংসদ রাম চন্দ্র জাংরা বলেন, 'পহেলগাঁওতে আমাদের যে বীরাঙ্গনা বোনেরা ছিলেন, যাঁদের সিঁথির সিঁদুর ছিনিয়ে নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বীরাঙ্গনার ভাব ছিল না। যোদ্ধা মনোভাব, উৎসাহ, উদ্যমের অভাব ছিল। তাই তাঁরা হাত জোর করে গুলির শিকার হয়েছেন। কিন্তু হাত জোর করলে কেউ ছেড়ে দেয় না। আমাদের লোকেরা ওখানে হাত জোর করে মারা গিয়েছেন।' এখানেই শেষ নয়। <a title="অগ্নিপথ" href="https://ift.tt/SE0p1TZ" data-type="interlinkingkeywords">অগ্নিপথ</a> স্কিমের প্রশিক্ষণের প্রসঙ্গ টেনে এনে বিজেপির এই সাংসদ বলেছেন, 'পর্যটকরা প্রশিক্ষণে পাশ করেছিলেন? তিনজন জঙ্গি ২৬ জন মানুষকে মারতে পারে না। ওঁদের উচিত ছিল লড়াই করা। যদি করতেন, তাহলে হতাহতের সংখ্যা অল্পই হতো।' </p> <p>বিজেপির এই সাংসদকে প্রশ্ন করা হয়েছিল, মহিলারা জঙ্গিদের সঙ্গে লড়বেন এটা তিনি কীভাবে আশা করছেন? জবাবে রাম চন্দ্র জাংরা বলেন, 'আহিল্যাবাঈ হোলকার একজন মহিলা ছিলেন। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈও তাই। তাঁরা কি লড়াই করেননি? আমরা চাই আমাদের বোনেরা সাহসী হোন, সাহসের সঙ্গে বেঁচে থাকুন।' </p>
from india https://ift.tt/xD9nfF7
via IFTTT
0 Comments