<p><strong>জয়সলমীর: </strong>জ্যোতি মলহোত্রার পরে এবার আরেক ব্যক্তিকে আটক করা হয়েছে পাকিস্তানের চর সন্দেহে। এবার কোনও ব্লগার নন, এই ব্যক্তি পেশায় একজন সরকারি কর্মী। বুধবার রাজস্থানের জয়সলমীরে তাঁকে আটক (Spying for Pakistan) করা হয় এবং তিনি রাজস্থানের এক সরকারি কেরানি, এমনটাই নিশ্চিত করেছে নিরাপত্তা এজেন্সিগুলি। অভিযুক্তের নাম জানা গিয়েছে শাকুর খান। জয়সলমীর থেকেই তাঁকে থানায় আটক করা হয়। যৌথ তদন্তকারী দল কর্তৃক তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য জয়পুরে নিয়ে যাওয়া হয়েছী।</p> <p>জ্যোতি মলহোত্রার চরবৃত্তির ঘটনা নিয়ে এখন সারা দেশেই উত্তেজনা তুঙ্গে আর এর মাঝেই আরেক চরের খোঁজ মিলল। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে বারংবার জেরা করা হচ্ছে ইউটিউবার জ্যোতি মলহোত্রাকে। জ্যোতি ছাড়াও মোতি রাম জাঠ নামের একজন সিআরপিএফ অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।</p> <p>জানা গিয়েছে এই শাকুর খান নামের ব্যক্তি জয়সলমীরের ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসের একজন কেরানি। তিনি কোনও সরকারি অনুমোদন ছাড়াই নাকি পাকিস্তানে গিয়েছিলেন, যা স্পষ্ট সরকারি কর্মনীতি ভঙ্গের সামিল। একজন সরকারি কর্মী হিসেবে কোনও রকম আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিভাগীয় অনুমোদন না নিয়ে ভ্রমণে যাওয়া নিয়মবিরুদ্ধ। আর পাকিস্তানের মত একটি সংবেদনশীল দেশে ভ্রমণের জন্য তো আরও বেশি করে অনুমোদন নেওয়া দরকার ছিল তাঁর।</p> <p><strong>অপারেশন সিঁদুরের পর থেকেই নজরে এই সরকারি কর্মী </strong></p> <p>সন্দেহজনক আচরণের কারণে আধিকারিক ও কর্তৃপক্ষ এই শাকুর খানের উপরে কয়েকদিন ধরেই নজরদারি চালাচ্ছিলেন। আর এই তদন্ত আরও তুঙ্গে ওঠে অপারেশন সিঁদুরের সময় ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে। এই সময় জয়সলমীরকে লক্ষ্য করে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা চালালেও ভারতীয় বায়ুসেনা সেই সমস্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়।</p> <p>আর আশ্চর্যজনকভাবে এই ক্ষেপণাস্ত্রগুলির একটি ভগ্নাংশ শাকুর খানের বাড়ির খুব কাছেই এসে পড়ে। কাছের একটি জমিতে বিরাট একটা অংশ ভেঙে পড়ে। এর পরের দিন ভারতীয় সেনা এসে এই ক্ষেপণাস্ত্র ডিফিউজ করে। আর এতেই শাকুর খানের পাক-সংযোগ নিয়ে সন্দেহ আরও বাড়ে। নিরাপত্তা এজেন্সিগুলি মনে করছে শাকুর খান এবং পাকিস্তানের আধিকারিকদের মধ্যে গভীর সংযোগ রয়েছে। যদি নিরাপত্তা এজেন্সির আধিকারিকরা জানিয়েছেন যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জনসমক্ষে কোনো তথ্য এই বিষয়ে জানানো হবে না। </p>
from india https://ift.tt/dZfNhKj
via IFTTT
0 Comments