Tamil Nadu Government: প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে মামলা তামিলনাড়ুর, বেনজির সংঘাত

<p><strong>নয়াদিল্লি:</strong> কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা করল তামিলনাড়ু সরকার। রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা আটকে রাখা নিয়ে শীর্ষ আদালতে মোদি সরকারের বিরুদ্ধে মামলা করল এমকে স্ট্যালিন সরকার। তাদের দাবি, জাতীয় শিক্ষানীতির আওতায় তিন ভাষার বিধি রাজ্যে চালু করা হয়নি বলেই কেন্দ্র রাজ্যের ২,১৫১ কোটি টাকা আটকে রেখেছে। কেন্দ্রের সঙ্গে বকেয়া টাকা নিয়ে বিরোধী শাসিত একাধিক রাজ্যের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে সাম্প্রতিক কালে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। বেনজির এই পরিস্থিতিতে সটান সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করল তামিলনাড়ু সরকার। (Tamil Nadu Government)</p> <p>বরাবর জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে আসছে তামিলনাড়ু সরকার। ওই শিক্ষানীতির আওতায় আঞ্চলিক ভাষা, ইংরেজির পাশাপাশি আরও একটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়েছে পড়ুয়াদের জন্য, যা নিয়ে তীব্র আপত্তি জানাচ্ছে দক্ষিণের রাজ্যটি। তাদের দাবি, জোর কের হিন্দি চাপিয়ে দেওয়ার জন্যই এই নিয়ম আনা হয়েছে। তারা দুই ভাষা শেখার পক্ষে। যদিও কেন্দ্রের দাবি, ভারতীয় ভাষাকে বাঁচিয়ে রাখতেই তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু তামিলনাড়ুর স্ট্য়ালিন সরকারের দাবি, ভাষা নিয়ে এই টানাপোড়েনের দরুণই রাজ্যের প্রাপ্য টাকা মেটাচ্ছে না কেন্দ্র। (Supreme Court)&nbsp;</p> <p>'সমগ্র শিক্ষা অভিযান' খাতের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে জানিয়েছে স্ট্যালিন সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ওয়েবসাইটে লেখা রয়েছে, এই প্রকল্পের আওতায় শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার সুনিশ্চিত হয়েছে।&nbsp;<a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/Vw08hp7" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে স্ট্যালিন সরকার জানিয়েছে, 'সমগ্র শিক্ষা অভিযানে'র আওতায় কেন্দ্রের কাছ থেকে ২ হাজার ১৫১ কোটি টাকা পাওয়ার কথা ছিল। গত বছর ১৬ ফেব্রুয়ারি সেই নিয়ে বৈঠকও হয় কেন্দ্রীয় বোর্ডের সঙ্গে। রাজ্য সরকারের কাজে সন্তুষ্টিই প্রকাশ করে বোর্ড। ৬০:৪০ নীতিতে প্রকল্পের জন্য ৩৫৮৫.৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়। এর মধ্যে ২১৫১ কোটি টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের। গত বছর ১ এপ্রিল থেকে টাকা মেটানোর কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত একটি টাকাও দেয়নি কেন্দ্র।</p> <p>স্ট্যালিন সরকারের বক্তব্য, "টাকা না মেটানোর কারণ স্পষ্ট। বিতর্কিত জাতীয় শিক্ষা নীতি এবং PM SHRI School-এর সঙ্গে সমগ্র শিক্ষা অভিযানকে জুড়ে দেওয়া হচ্ছে। অথচ প্রত্যেকটি প্রকল্প পৃথক। এভাবে রাজ্যের টাকা আটকে রাখা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। রাজ্যের সাংবিধানিক ক্ষমতা হরণ করছে কেন্দ্র, রাজ্যের শিক্ষাব্যবস্থাকে বিচ্যুত করার চেষ্টা চলছে।"</p> <p>কেন্দ্রের বিরুদ্ধে স্ট্যালিন সরকারের এই মামলায় শোরগোল পড়ে গিয়েছে। অতি সম্প্রতিই রাজ্যপাল আর এন রবির বিরুদ্ধে আদালতে গিয়েছিল তারা। রাজ্য বিধানসভায় পাস হওয়া ১০টি বিল রাজ্য়পাল বেআইনি ভাবে আটকে রেখেছেন বলে অভিযোগ করা হয়। সেই মামলায় বড় জয় পায় তামিলনাড়ুর স্ট্যালিন সরকার। আদালত জানিয়ে দেয়, সাংবিধানিক পদে আসীন <a title="রাজ্যপাল" href="https://ift.tt/sjiG3we" data-type="interlinkingkeywords">রাজ্যপাল</a> বা রাষ্ট্রপতি নির্বাচিত সরকারের কোনও বিল অনির্দিষ্ট কালের জন্য আটকে রাখতে পারেন না। বিল ছেড়ে দেওয়ার জন্য সময়সীমাও বেঁধে দেয় আদালত। এবার সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে আদালতে স্ট্যালিন সরকার।</p>

from india https://ift.tt/DR06fa7
via IFTTT

Post a Comment

0 Comments

PM Modi in Japan : 'কখনও হাল না ছাড়া গুণে সমৃদ্ধ', প্রধানমন্ত্রী মোদিকে দারুমা পুতুল উপহার জাপানে; কী এটি ?