<p><strong>প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা:</strong> চুরি করতে এসে গৃহস্থের বাড়িতেই ঘুম দিল চোর। চোরের এই আজব ঘুম দেখে চোখ কপালে ওঠে বাড়ির লোকেদের। ডাকাডাকিতেও না ওঠায় ডাকা হল পুলিশকে, কিন্তু চোরের ঘুম ভাঙ্গাতে পুলিশেরও কালঘাম ছুটল। এক বালতি জল ঢেলে চোরের ঘুম ছাড়িয়ে নিয়ে যেতে হল থানায়। এই আজব ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থানার অন্তর্গত জেল রোডের সৎসঙ্গ লেনে।</p> <p>[yt]https://youtu.be/Ex-tkDKPaKA?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="মোদিজি গঙ্গা, সমুদ্র ; উনি কালীঘাটের নালা, কী লড়বেন ! মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণে শুভেন্দু" href="https://ift.tt/gkjMJOx" target="_self">মোদিজি গঙ্গা, সমুদ্র ; উনি কালীঘাটের নালা, কী লড়বেন ! মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণে শুভেন্দু</a></p> <p>ওই এলাকার রাজশ্রী নাথের বাড়িতে এক ভাড়াটিয়া মহিলা ঘুম থেকে উঠে দেখতে পান এক চোর বাথরুমে দিব্যি ঘুমাচ্ছে। তখন তার চিৎকারে ছুটে আসেন পরিবারের অনান্য লোকজন সহ আশপাশের মানুষ। সকলেই ওই চোরকে ডাকাডাকি করলেও সে দিব্যি ঘুমিয়ে যাচ্ছিল। পরে ধর্মনগর থানায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন জানান ধৃতের নাম অখিলেশ রাই। বাড়ি বিহারের পাটনা বলে জানিয়েছে। ধৃতের কাছ থেকে গাজা উদ্ধার হয়েছে বলেও জানানো হয়। সত্যিই কি চুরির উদ্যেশ্যে সেই বাড়িতে ঢুকেছিল? নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে তা তদন্ত করছে পুলিশ।</p> <p>সম্প্রতি আরও একটি চুরির ঘটনা প্রকাশ্যে এসেছিল। ঘটনাটি ঘটেছিল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায়। চুরি করতে এসে খাবার খেয়ে গিয়েছে, এমন উদাহরণ আগেও প্রকাশ্যে এসেছে। তবে বোধহয়, লুঠের ঘটনায় বোধহয় নিজেদের আরও স্বাধীন মনে করেছিল গুণধরেরা। আজ্ঞে হ্যাঁ, এবার ঘরেই না থাকার সুযোগ নিয়ে, এসি চালিয়ে মিষ্টি খেয়ে, তারপর স্বস্তির নিশ্বাস ছেড়ে লুটপাট চালিয়েছিল দুষ্কৃতীরা ! ঘটনাটি ঘটেছিল উত্তর ২৪ পরগনা জেলার দমদমের প্রাইভেট রোড এলাকায়।</p> <p>মূলত, দমদমের প্রাইভেট রোডে, রাবার ফ্যাক্টরির মালিক বিশ্বজিৎ পালের বাড়ি থেকে, আনুমানিক নগদ ১০ থেকে ১২ লক্ষ টাকা এবং সোনার গয়না ২৫০ থেকে ৩০০ গ্রাম খোয়া গেছে বলে গৃহকর্তার দাদার অভিযোগ। জানা গিয়েছে, মেয়ে কর্মসূত্রে মুম্বই থাকে। সেই মুম্বইয়ের পথেই রওনা হয়েছিলেন স্ত্রী এবং ছেলেকে নিয়ে রাবার কোম্পানির মালিক বিশ্বজিৎ পাল।সেই মতো দাদাকে বলে গিয়েছিলেন বিশ্বজিৎ পালের শ্বশুর শাশুড়ি আসবেন থাকতে। এদিকে জামাই মুম্বইয়ে পাড়ি দেওয়ার পর, শ্বশুর-শাশুড়ি এসে পৌঁছন তাঁদের বাড়িতে। আসার পরেই চোখে পড়ে ভয়ানক দৃশ্য। বাড়ির দরজা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের মধ্যে এসি চালিয়ে, মিষ্টি খেয়ে তিনটি আলমারি ভেঙ্গে লুটপাঠ চালিয়েছিল দুষ্কৃতীর দল।</p>
from india https://ift.tt/HNEkuSy
via IFTTT
0 Comments