<p><strong>ঢাকা :</strong> হিন্দু ও অ-মুসলিমদের আবেগকে সম্মান জানাতে ইদ উপলক্ষে হাই কমিশন চত্বরে পশু বলির বিরোধিতা করেছিলেন। সেই কারণে, এক কূটনীতিকে ঢাকায় ফিরিয়ে নিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কলকাতায় তাঁর নতুন পোস্টিং ছিল। </p> <p>শাবাব-বিন আহমেদ। হেগে ঢাকার দূতাবাসে মন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন। তাঁকে কলকাতার ডেপুটি হাই কমিশনার হিসাবে যোগদানের ছাড়পত্র দেওয়া হয়েছিল ২০২৪-এর ২১ নভেম্বরের এক নির্দেশাবলীতে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রশাসনিক বিভাগ তাঁকে ছাড়পত্র দিয়েছিল। চলতি বছরের জুন মাসে নতুন দায়িত্বভার কাঁধে তুলে নেওয়ার কথা ছিল তাঁর। যদিও গত ২২ মে সেই নির্দেশিকা খারিজ করে দেওয়া হয়। হাই কমিশন চত্বরে ইদে পশু বলি নিষিদ্ধ করার বিষয়ে তাঁর মন্তব্যের পর এই সিদ্ধান্ত বলে অভিযোগ উঠেছে। গত চার দশক ধরে এই রীতি পালিত হচ্ছে।</p> <p>ওয়াকিবহাল মহলের বক্তব্য, স্পষ্টতই, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তাঁর উপদেষ্টাদের একটি দল এবং জামাত-প্রশিক্ষিত ছাত্রনেতা, যাদের দৃষ্টিভঙ্গি ভারত-বিরোধী, তাঁদের কাছে শাবাবের নীতিগত এবং সাহসী অবস্থান পছন্দ হয়নি। তিনি নাকি সওয়াল করেছিলেন, কূটনীতিকরা যেসব দেশে যাচ্ছেন সেখানকার রীতিকে সম্মান জানানো উচিত। এই পরিস্থিতিতে তাঁকে ঢাকায় ডেকে নেওয়া হয়েছে। যদিও ইউনূসের শাসনব্যবস্থার এই পরিস্থিতির মধ্যেও, সাহস করে নিজের বার্তা স্পষ্ট করে দেওয়ায়, শাবাব-বিন আহমেদের কূটনৈতিক দক্ষতার প্রশংসা করেছেন অনেকেই।</p> <p>এদিকে, কোচবিহারে বাংলাদেশ সীমান্তে ফের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে। সীমান্ত দিয়ে কয়েকজনকে ভারতে ঢোকানোর চেষ্টা করা করা হচ্ছে বলে বিএসএফকে খবর দেন শীতলকুচির বাসিন্দারা। এরপরই ওপার থেকে লোক ঢোকা আটকে দেয় বিএসএফ। </p> <p>উকিল বর্মনের ঘটনার রেশ কাটতে না কাটতেই, কোচবিহারে বাংলাদেশ সীমান্তে ফের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী 'বর্ডার গার্ড বাংলাদেশে'র বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, বুধবার সকালে কাঁটাতারের ওপারে কাজ করতে গেছিলেন ভারতীয় কৃষকরা। তখনই শীতলকুচি সীমান্ত দিয়ে কয়েকজনকে ভারতে ঢোকানোর চেষ্টা করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সঙ্গে সঙ্গে ভারতীয় কৃষকরা খবর দেন বিএসএফ-কে। বাংলাদেশ থেকে লোক ঢোকানোর চেষ্টা রুখে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে ২৯ দিন বন্দি থাকার পর, সপ্তাহ দু'য়েক আগে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে শীতলকুচির কৃষক উকিল বর্মনকে। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নিজের জমিতে চাষ করার সময়, তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। </p>
from india https://ift.tt/dAgrQJi
via IFTTT
0 Comments