Ahmedabad Plane Crash: আমদাবাদ বিমান দুর্ঘটনার নেপথ্যে কি নাশকতা? মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী, জানালেন, দেশের বাইরে যাবে না ব্ল্যাক বক্স

<p><strong>নয়াদিল্লি:</strong> আমদাবাদে এয়ার ইন্ডিয়ার ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি। জ্বালানিতে ভেজাল থেকে বিদ্যুৎ বিভ্রাট, নানা তত্ত্ব উঠে আসছে। নাশকতার তত্ত্বও যে বাদ যাচ্ছে না, এবার তা বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। জানালেন বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।&nbsp; সব দিক খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে নাশকতার দিকটিও। (Ahmedabad Plane Crash)</p> <p>আমদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান ভেঙে পড়ার ঘটনায় তদন্ত করছে Aircraft Accident Investigation Bureau (AAIB). কী কারণে দুর্ঘটনা ঘটে, তা এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি যদিও। তবে একাধিক তত্ত্ব উঠে এসেছে এখনও পর্যন্ত। প্রাথমিক তদন্তে বিমানে দেড় লক্ষ লিটার জ্বালানি থাকার কথা উঠে এসেছে। পাশাপাশি, জানা যায়, বিমানের থ্রাস্ট কাজ করেনি, যার জন্য আকাশে ওড়ানো যায়নি বিমানটিকে। (Air India Plane Crash)</p> <p>আর সেই আবহেই মুখ খুললেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলিধর মোহোল। আমদাবাদ বিমান দুর্ঘটনার প্রসঙ্গ ওঠে সম্প্রতি একটি অনুষ্ঠানে। সেখানে তিনি বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। AAIB তদন্ত শুরু করেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে, নাশকতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। একাধিক সংস্থা এ নিয়ে কাজ করছে।"</p> <p>গত ১২ জুন লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান ভেঙে পড়ে আমদাবাদে। বিমানবন্দর ছাড়ার কয়েক সেকেন্ডে মধ্যে লোকালয়ে আছড়ে পড়ে। বিমানের ২৪১ জন যাত্রী, সাধারণ মানুষও মারা যান। এমন ভয়াবহ বিপর্যয়ের যে ভিডিও সামনে আসে, তাও রীতিমতো শিউরে ওঠার মতো। আকাশে ওড়ার বদলে, বিমানবন্দর ছাড়ার পর মাটির দিকেই ধাবিত হতে দেখা যায় বিমানটিকে। তার পরই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে।&nbsp;</p> <p>দুর্ঘটনার মুহূর্তে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে MAYDAY Call পাঠান পাইলট। জানান, বিমানে থ্রাস্ট পাচ্ছেন না, অর্থাৎ উপরে তোলা যাচ্ছে না বিমানটিকে। দু'টি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেওয়ায় এমন ঘটতে পারে বলে মত বিশেষজ্ঞদের। যদিও মুরলিধরের বক্তব্য, "দু'টি ইঞ্জিন একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা আগে কখনও ঘটেনি। তদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে, ইঞ্জিনের সমস্যা ছিল, নাকি জ্বালানির। ব্ল্যাক বক্সে ককপিট ভয়েস রেকর্ডার থাকে, যাতে দুই পাইলটের কথোপকথনের রেকর্ড থাকে। এখনই কিছু বলা সম্ভব নয়। তিন মাসের মধ্যে রিপোর্ট আসবে।"</p> <p>দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্সটি উদ্ধার করা গিয়েছে, তাতে মজুত তথ্যও উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে। তবে ব্ল্যাক বক্সটিকে বিদেশে পাঠানো হবে না, দেশেই তদন্ত হবে বলে জানিয়েছেন মুরলিধর। কিন্তু ওই দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়া তো বটেই, বেশ কিছু বিমানেই নানা বিপত্তির ঘটনা ঘটেছে। উড়ান পরিষেবা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষের অনেকেই। তাঁদের আশ্বস্তও করেন মুরলিধর।</p>

from india https://ift.tt/VDlYAH1
via IFTTT

Post a Comment

0 Comments