<p> </p> <p><strong>India Pakistan Conflict :</strong> ভারত-পাকিস্তান যুদ্ধ (India Pakistan War) থেমে গেলেও রাজনৈতিক উত্তাপ থামছে না। অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে এক-এক করে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের বক্তব্যে নতুন করে শোরগোল তৈরি হচ্ছে রাজধানীর রাজনীতিতে। এবার সেই তালিকায় নতুন সংযোজন Defence Attache ক্যাপ্টেন শিবকুমারের মন্তব্য। সংবাদমাধ্যমে যা নিয়ে তোলপাড় শুরু হতেই পাল্টা বিবৃতি দিল ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস।<br /> <br /><strong>কোন ভিডিয়ো নিয়ে কোন্দল</strong><br />সেমিনারে বক্তৃতা করার সময় ক্যাপ্টেন শিবকুমারকে বলতে শোনা যায়, "ভারত সন্ত্রাসের বিরুদ্ধে Operation Sindoor চলবে। পাকিস্তান যুদ্ধবিরতে চেয়ে আবেদন জানায়। ভারত শত্রুতা-বিরতিতে রাজি হয়। আমরা যুদ্ধবিরতিতে রাজি হইনি, আমরা শত্রুতা-বিরতিতে রাজি হয়েছি। ফের উস্কানি দিলে, প্রত্যাঘাত করা হবে।"</p> <p>ওই বক্তৃতার যে ভিডিও সামনে এসেছে, তার ঠিক ৩ ঘণ্টা ৫০ মিনিট ১৬ সেকেন্ডে ক্যাপ্টেন শিবকুমার বলেন, "নয়াদিল্লি অভিমুখে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা S-400 ধরে নেয়। এর ছাড়াও ড্রোন, UAV গুলি করে নামানো হয়। ভারত অনেকগুলো যুদ্ধবিমান হারিয়েছে বলে দাবি করা হচ্ছে। আমি সেই দাবির সঙ্গে একমত নই, তবে হ্যাঁ আমরা কিছু যুদ্ধবিমান হারিয়েছি। তবে তা শুধুমাত্র রাজনৈতিক বাধাদানের কারণে। কারণ পাকিস্তানের সামরিক এবং আকাশ প্রতিরক্ষা পরিকাঠামোয় আঘাত হানতে নিষেধ করা হয়েছিল আমাদের। কিন্তু ক্ষতি হওয়ার (যুদ্ধবিমান হারানোর) পর আমরা কৌশল বদলে ফেলি। সামরিক পরিকাঠামোয় আঘাত হানি সরাসরি। ওদের আকাশ প্রতিরক্ষায় আঘাত হানা হয়। তাই আমাদের হামলা চালাতে সুবিধা হয়। ভূমি থেকে ভূমিতে, ভূমি থেকে আকাশে আঘাত হানতে ব্রহ্মোস ছুড়তে সক্ষম হই।"Defence Attache ক্যাপ্টেন শিবকুমারের এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে যায়। </p> <p><strong>পাল্টা বিবৃতি দিয়েছে ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস</strong><br />এই বিষয়ে ইন্দোনেশিয়ায় ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, 'সেমিনারে Defence Attache-র মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের কিছু রিপোর্ট দেখলাম। ওঁর মন্তব্যের গুরুত্ব বিক্ষিপ্ত ও ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। অন্য প্রতিবেশী দেশগুলির মতোই ভারত রাজনৈতিক নেতৃত্বের অধীনে কাজ করে ভারতীয় সশস্ত্র বাহিনী। সেকথাই তুলে ধরা হয়। পরিষ্কার বলাও হয়েছে যে, সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংসের লক্ষ্যেই Operation Sindoor চালানো হয়। সংঘাত বাড়ানোর লক্ষ্য ছিল না'। </p> <p>গত মাসে ইন্দোনেশিয়ায় একটি সেমিনারে যোগ দেন ক্যাপ্টেন শিবকুমার। সেখানে ৩৫ মিনিটের একটি প্রেজেন্টেশন তুলে ধরেন তিনি, যাতে Operation Sindoor নিয়ে ভারতের কৌশল তুলে ধরেন। জানান, ভারত অনেক যুদ্ধবিমান হারিয়েছে বলে ইন্দোনেশিয়ার একজন বক্তা দাবি করেছেন। সেই দাবির সঙ্গে একমত না হলেও, ভারত কিছু যুদ্ধবিমান হারিয়েছে বলে মেনে নেন ক্যাপ্টেন শিবকুমার। (Operation Sindoor)। </p> <p><strong>এই নিয়ে কী বলছে কংগ্রেস</strong><br />ইতিমধ্যেই শিবকুমারের এই বক্তব্য নিয়ে ময়দানে নেমেছে কংগ্রেস। সেনার ওপর রাজনৈতিক বাধা দান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস বলেছে, ৭ মে রাতে ভারতীয় বায়ুসেনা যুদ্ধবিমান হারায় রাজনৈতিক বাধার কারণে। গতমাসে ইন্দোনেশিয়ার সেমিনারে ক্যাপ্টেন শিবকুমার একথা বলেছেন।</p>
from india https://ift.tt/63ZrWbw
via IFTTT
0 Comments