India-Pakistan Conflict: 'ভারতের কাছে সংঘর্ষবিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়েছিল পাকিস্তান', স্বীকার করে নিলেন পাক উপ-প্রধানমন্ত্রীই

<p><strong>নয়াদিল্লি :</strong> ভারতের প্রত্যাঘাতে আতঙ্কিত হয়েই সংঘর্ষবিরতিতে বাধ্য হয়েছে পাকিস্তান। এবার একথা স্বীকার করে নিলেন খোদ পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীই। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারত অপারেশ সিঁদুর চালায় এবং তারই অংশ হিসাবে পাকিস্তানের ২টি বায়ুসেনা ঘাঁটিতে আঘাত করা হয়। যার পরেই পাকিস্তান সংঘর্ষবিরতির অনুরোধ জানায় বলে মন্তব্য করেন মন্ত্রী।</p> <p>একটি টিভি নিউজে উপস্থিত হয়ে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাক দার বলেন, "রাউলপিণ্ডির নূর খান বায়ুসেনা ঘাঁটি ও পাঞ্জাব প্রদেশের শরকৎ বায়ুসেনা ঘাঁটিতে (PAF ঘাঁটি রফিকি নামেও পরিচিত) &nbsp;আঘাত করে ভারত। সেই সময় পাকিস্তান আমেরিকার মধ্যস্থতা চায় এবং সৌদি আরবের সহায়তাও নেয়।"&nbsp;</p> <p>নূর খান বায়ুসেনা ঘাঁটি পাকিস্তানের সবথেকে সংবেদনশীল সামরিক চত্বর। যেখান থেকে বায়ুসেনার অভিযানের পাশাপাশি ভিআইপি পরিবহন ইউনিটও রয়েছে। দার বলেন, "দুর্ভাগ্যক্রমে, ভারত আবার একবার রাত আড়াইটা নাগাদ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওরা নূর খান বায়ুসেনা ঘাঁটি ও শরকৎ বায়ুসেনা ঘাঁটিতে আক্রমণ করে। ৪৫ মিনিটের মধ্যে সৌদির প্রিন্স ফৈজাল আমাকে ফোন করেন। উনি বলেন, উনি এইমাত্র মার্কো রুবিও (আমেরিকার সেক্রেটারি অফ স্<a title="টেট" href="https://ift.tt/Hler72p" data-type="interlinkingkeywords">টেট</a>)-র সঙ্গে আমার কথোপকথনের কথা জেনেছেন। উনি জিজ্ঞাসা করেন যে উনি কি এস জয়শঙ্করের (ভারতের বিদেশমন্ত্রী)সঙ্গে কথা বলতে পারেন এবং এটা বলতে পারেন যে যদি ওরা (ভারত) থামাতে চায় তাহলে আমরা তৈরি। আমি বললাম, নিশ্চয়ই আপনি পারেন। তারপর উনি আমাকে ফোন করেন। জানান, জয়শঙ্করের কাছে এই বার্তা তিনি পৌঁছে দিয়েছেন।"</p> <p>দিনকয়েক আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছে অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত জানতে চান। তখনই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, সন্ত্রাসবাদকে এখন আর ছায়াযুদ্ধ হিসেবে দেখছে না ভারত, আসল যুদ্ধ হিসেবেই দেখছে। ২২ এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে লক্ষ্য করে প্রত্যাঘাত হানে। এই আঘাত ছিল শুধুমাত্র পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী শিবিরগুলিকে লক্ষ্য করে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, এই বিষয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতা কাঙ্ক্ষিত নয় এবং এটাই সর্বদা হয়ে আসছে। প্রধানমন্ত্রী ট্রাম্পকে বলেছেন, পাকিস্তানের গুলির জবাব গোলায় দিয়েছে ভারত। ভারতের অপারেশন সিদুঁর এখনও শেষ হয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই অব্যাহত থাকবে। আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত, জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি।&nbsp;</p>

from india https://ift.tt/PXvmCrt
via IFTTT

Post a Comment

0 Comments