<p><strong>কলকাতা:</strong> বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/PxvAh8B" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a> । এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন, এটা সত্যিই হৃদয়বিদারক। পাবলিক ইভেন্টগুলিতে সুরক্ষার কথা সবার আগে ভাবা উচিত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। </p> <p>[yt]https://youtu.be/oruYqtuPXBA?feature=shared[/yt]</p> <p><a title="আরও পড়ুন, 'ক্ষমা চাইছি..', বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় বললেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার" href="https://ift.tt/he2ntxG" target="_self">আরও পড়ুন, 'ক্ষমা চাইছি..', বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় বললেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার</a></p> <p>অপরদিকে, এই ঘটনায় এক্স হ্যান্ডেলের পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন <a title="অভিষেক বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/P1REqVf" data-type="interlinkingkeywords">অভিষেক বন্দ্যোপাধ্যায়</a>। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট ঘটনায় তিনি স্তব্ধ। পদপিষ্টে যারা প্রিয়জনকে হারিয়েছেন সেই সকল পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি যারা এই ঘটনায় আহত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা জানিয়েছেন তিনি।</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Absolutely heartbreaking. Safety at public events must be a top priority — no celebration is worth such a loss. Praying for the victims and strength to their families. 🙏 <a href="https://twitter.com/hashtag/Bengaluru?src=hash&ref_src=twsrc%5Etfw">#Bengaluru</a> <a href="https://twitter.com/hashtag/chinnaswamystadium?src=hash&ref_src=twsrc%5Etfw">#chinnaswamystadium</a> <a href="https://ift.tt/oi6vFDT> — Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) <a href="https://twitter.com/BanglarGorboMB/status/1930277848876560469?ref_src=twsrc%5Etfw">June 4, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>সূত্রের খবর, চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের জন্য কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে প্রায় ৩০ হাজার পাস ইস্যু করা হয়েছিল। কিন্তু ভিড় করেন প্রায় ২ লক্ষ ক্রিকেটপ্রেমী। এরমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয় পুলিশ। শুরু হয় বিশৃঙ্খলা। তখনই টিম বাস পৌঁছয় স্টেডিয়ামে।বিশৃঙ্খল পরিস্থিতি সামালাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ।হুড়োহুড়িতে পদপিষ্ট হন অনেকে। বাইরে যখন পদপিষ্ট হয়ে মৃত্য়ুর সংখ্য়া বাড়ছে, তখনও স্টেডিয়ামের ভিতরের সেলিব্রেশন থামেনি।<br /> <br /> এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেস শাসিত কর্ণাটক সরকারকে দুষেছে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশাল মিডিয়ায় লিখেছেন, বেঙ্গালুরুতে উৎসব দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই ঘটনা অনায়াসে এড়ানো যেত। প্রশাসনের কোনও দূরদর্শিতাই নেই! ভিড় নিয়ন্ত্রণ করতে চূড়ান্ত ব্যর্থ কর্ণাটক সরকার। তাদের অবহেলার কারণেই এতগুলো মানুষের প্রাণ গেল।</p> <p> </p>
from india https://ift.tt/ng0YsNt
via IFTTT
0 Comments