Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা অভিষেকের

<p><strong>কলকাতা:</strong> বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন <a title="অভিষেক বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/P1REqVf" data-type="interlinkingkeywords">অভিষেক বন্দ্যোপাধ্যায়</a>।&nbsp;বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট ঘটনায় তিনি স্তব্ধ। পদপিষ্টে যারা প্রিয়জনকে হারিয়েছেন সেই সকল পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি যারা এই ঘটনায় আহত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা জানিয়েছেন তিনি।</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Shocked and saddened by the tragic stampede at Chinnaswamy Stadium in Bengaluru.<br />My thoughts and prayers are with the families who have lost their loved ones in this unimaginable tragedy.<br />Wishing strength and a speedy recovery to all those who are injured.<br />May the departed souls&hellip;</p> &mdash; Abhishek Banerjee (@abhishekaitc) <a href="https://twitter.com/abhishekaitc/status/1930274029367140449?ref_src=twsrc%5Etfw">June 4, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>[yt]https://youtu.be/oruYqtuPXBA?feature=shared[/yt]</p> <p><a title="আরও পড়ুন, 'ক্ষমা চাইছি..', বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় বললেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার" href="https://ift.tt/he2ntxG" target="_self">আরও পড়ুন, 'ক্ষমা চাইছি..', বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় বললেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার</a></p> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p><strong>বিজয় উল্লাস ঢাকা পড়ে গেল আর্তনাদে, ধাক্কাধাক্কিতে প্রাণ গেল অন্তত বহু মানুষের</strong></p> <p>বাইরে যখন সমর্থকদের মৃত্যুমিছিল,স্টেডিয়ামের ভিতরে তখন বিজয় উল্লাস! বাইরে চরম বিশৃঙ্খলা। কেউ মৃত। কেউ মৃত্যু মুখে। দিকে আতঙ্ক-আর্তনাদ। আর ভিতরে তখন জয়োল্লাস-জয়োছ্বাস...সেলিব্রেশন বেঙ্গালুরুতে ভয়ঙ্কর বিপর্যয়। রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথমবার IPL চ্য়াম্পিয়ন হওয়ার বিজয় উল্লাস ঢাকা পড়ে গেল আর্তনাদে। স্টেডিয়ামে ঢুকতে সমর্থকদের ধাক্কাধাক্কিতে প্রাণ গেল অন্তত ১১ জনের।আহত হলেন বহু সমর্থক।</p> <p><strong>বিশৃঙ্খল পরিস্থিতি সামালাতে লাঠিচার্জ</strong></p> <p>সূত্রের খবর, চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের জন্য কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে প্রায় ৩০ হাজার পাস ইস্যু করা হয়েছিল। কিন্তু ভিড় করেন প্রায় ২ লক্ষ ক্রিকেটপ্রেমী। এরমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয় পুলিশ। শুরু হয় বিশৃঙ্খলা। তখনই টিম বাস পৌঁছয় স্টেডিয়ামে।বিশৃঙ্খল পরিস্থিতি সামালাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ।হুড়োহুড়িতে পদপিষ্ট হন অনেকে। বাইরে যখন পদপিষ্ট হয়ে মৃত্য়ুর সংখ্য়া বাড়ছে, তখনও স্টেডিয়ামের ভিতরের সেলিব্রেশন থামেনি।</p> <p><strong>'বেঙ্গালুরুতে উৎসব দুঃস্বপ্নে পরিণত হয়েছে'</strong><br />&nbsp;<br />এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেস শাসিত কর্ণাটক সরকারকে দুষেছে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশাল মিডিয়ায় লিখেছেন, বেঙ্গালুরুতে উৎসব দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই ঘটনা অনায়াসে এড়ানো যেত। প্রশাসনের কোনও দূরদর্শিতাই নেই! ভিড় নিয়ন্ত্রণ করতে চূড়ান্ত ব্যর্থ কর্ণাটক সরকার। তাদের অবহেলার কারণেই এতগুলো মানুষের প্রাণ গেল।</p> <p><strong>গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কর্নাটকের মুখ্য়মন্ত্রী</strong></p> <p>কর্নাটকের মুখ্য়মন্ত্রী সিদ্দারামাইয়া ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কেউ এমনকি সরকারও কল্পনা করতে পারেনি এত বিশাল সংখ্য়ক মানুষ উপস্থিত হবে। আমরা (কর্নাটক সরকার) অনুষ্ঠানের আয়োজন করিনি। কর্নাটক ক্রিকেট অ্য়াসোসিয়েশন করেছিল। আমাদের দায়িত্ব ছিল নিরাপত্তার ব্য়বস্থা করা। তদন্তে দেখা যাক ক্রিকেট অ্য়ায়োসিয়েশন না পুলিশের গাফিলতি ছিল।<br />&nbsp;</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/bRPATZO
via IFTTT

Post a Comment

0 Comments