<p><strong>নয়াদিল্লি:</strong> ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিকিম। ভূমিধসে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে পড়েছে। খারাপ আবহাওয়ার মধ্যেই ছাতেন থেকে কপ্টারে করে ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ ১৫ জন !</p> <p>[yt]https://youtu.be/s-m01RbZyQ8?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন,<a title=" 'ক্ষমা চাইছি..', বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় বললেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার" href="https://ift.tt/htHXob0" target="_self"> 'ক্ষমা চাইছি..', বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় বললেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার</a></p> <p>মূলত ২৯ মে থেকে একটানা প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে বড়সড় ক্ষতির মুখে উত্তর-পূর্ব ভারত। সূত্র মারফৎ খবর, এখনও অবধি ১৮০০ জনকে পর্যটককে উদ্ধার করা হয়েছে সিকিম থেকে। মিনিস্ট্রি অব ডিফেন্সের বিবৃতি অনুযায়ী, ৪টি MI 17 এবং দুটি Cheetah কপ্টার ত্রাণ কার্য চালাচ্ছে সিকিমে। ইতিমধ্যেই হেলিকপ্টারগুলি ৬০০০ কেজি ত্রাণ পৌঁছে দিয়েছে।</p>
from india https://ift.tt/vsjno0Z
via IFTTT
0 Comments