<p><strong>নয়াদিল্লি:</strong> পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর প্রথমবার জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রী। চন্দ্রভাগা নদীর উপর বিশ্বের সর্বোচ্চ আর্চ ব্রিজের উদ্বোধন করবেন তিনি। কাটরা, বৈষ্ণোদেবী থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত ট্রেনকেও সবুজ পতাকা দেখাবেন মোদি। প্রধানমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে জম্মু-কাশ্মীর জুড়ে ছড়িয়েছে ব্যাপক উদ্দীপনা।</p> <p>[yt]https://youtu.be/1eCj765CUek?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন,<a title=" সিকিমের ভয়াবহ ভূমিধস থেকে ৬৩ জন পর্যটককে কপ্টারে করে উদ্ধার, এখনও নিখোঁজ ১৫ !" href="https://ift.tt/vsjno0Z" target="_self"> সিকিমের ভয়াবহ ভূমিধস থেকে ৬৩ জন পর্যটককে কপ্টারে করে উদ্ধার, এখনও নিখোঁজ ১৫ !</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/w2ltxVu
via IFTTT
0 Comments