<p><strong>কাটরা :</strong> সন্ত্রাসবাদে সরাসরি মদত দেওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিবেশী রাষ্ট্র জম্মু ও কাশ্মীরের অর্থনীতিতে আঘাতে হেনে পর্যটকদের নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল বলে সুর চড়ান তিনি। চেনাব নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধন করে কাটরার অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানেই ওঠে পাক-প্রসঙ্গ। পহেলগাঁওয়ে পাক-মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে ২৬ জন নিরীহের প্রাণ কেড়ে নিয়েছে। যার পর উপত্যকার পর্যটন ব্যবস্থায় ভাঁটা পড়েছে। সে প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, "পাকিস্তান মানবতা, পর্যটন ও কাশ্মীরের মানুষের রুজি-রুটির বিরুদ্ধে। তাই পহেলগাঁওয়ে পর্যটকদের আক্রমণ করেছে।" </p> <p>বিস্তারিত আসছে...</p>
from india https://ift.tt/jMWXs3K
via IFTTT
0 Comments