<p><strong>নয়াদিল্লি: </strong> রথযাত্রায় দুর্ঘটনা এই প্রথমবার নয়। এখনও মানুষ ভুলতে পারেনি ত্রিপুরার ঘটনা। পাশাপাশি রথযাত্রার সময়ও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল কর্ণাটক। আর এবার রথযাত্রার দিনে অঘটনের সাক্ষী হল আমদাবাদ। আচমকা আমদাবাদে ভিড়ের মধ্যে দিয়ে ছুটছিল ৩ হাতি <br />এদিকে ডিজে-র বিকট শব্দে উত্তেজিত হয়ে পড়ে দাঁতাল। আর এরপরেই রথযাত্রায় জড়ো হওয়া ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রথযাত্রা ১০ মিনিটেরও বেশি সময় ধরে বন্ধ ছিল রাস্তা। হাতির হানায় আহত ২ থেকে ৩ জন। </p> <p>[yt]https://youtu.be/e0MQGorMid8?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন,<a title=" মহাসমারোহে আজ রথযাত্রা মাহেশে, সকাল থেকেই ভক্তদের ভিড়, কটায় টান পড়বে দড়িতে ?" href="https://ift.tt/eHN3oIX" target="_self"> মহাসমারোহে আজ রথযাত্রা মাহেশে, সকাল থেকেই ভক্তদের ভিড়, কটায় টান পড়বে দড়িতে ?</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p>
from india https://ift.tt/LEA69se
via IFTTT
0 Comments