<p>Air India Plane Crash: ব্ল্যাক্স বক্স আগেই উদ্ধার করা হয়েছিল। এবার তার থেকে ডাউনলোড করা হল ডেটা। অসামরিক বিমান মন্ত্রক (Civil Aviation Ministry) বৃহস্পতিবার জানিয়েছে, ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) এবং ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর)- এর তথ্য উদ্ধার করে এবং তা ডাউনলোডের পর এবার পরীক্ষা নিরীক্ষা করে ক্ষতি দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১২ জুন কেন ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান তার মূল কারণ জানার জন্য এইসব তথ্য খতিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এয়ার ইন্ডিয়ার ১৭১, এই ড্রিমলাইনার ভেঙে পড়েছিল আমদাবাদে। এখনও পর্যন্ত ২৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিমানের ভিতরে ছিলেন মোট ১৪২ জন। তাদের মধ্যে ১৩০ জন যাত্রী, ২ জন পাইলট এবং ১০ জন ক্রু মেম্বার ছিলেন। এই ১৪২ জনের মধ্যে মাত্র ১ জন বেঁচে ফিরেছেন। বিমান ভেঙে পড়ার পর ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। গত ২৪ জুন তা আমদাবাদ থেকে আনা হয় দিল্লিতে। এবার সেখানেই ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার এবং ডাউনলোড করে তা খতিয়ে দেখা হচ্ছে। </p> <p> </p>
from india https://ift.tt/p2Mq43B
via IFTTT
0 Comments