<p><strong>কলকাতা:</strong> দেশের একাধিক রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর হেনস্থার অভিযোগ এসেই চলেছে। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/vUYdktx" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>। এবার ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।</p> <p>[yt]https://youtu.be/0u0MqXurzFs?feature=shared[/yt]</p> <p>আরও পড়ুন, <a title="BLO-দের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জের, রাজ্যসভায় নোটিস জমা শমীকের, 'ভোটের ফল প্রভাবিত করাই এর উদ্দেশ্য..'" href="https://ift.tt/ylpmdtb" target="_self">BLO-দের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জের, রাজ্যসভায় নোটিস জমা শমীকের, 'ভোটের ফল প্রভাবিত করাই এর উদ্দেশ্য..'</a></p> <p> অমর্ত্য সেন বলেছেন, 'কাউকে হেনস্থা করা হলে, তাতে আপত্তি তোলার কারণ থাকবে। বাঙালি হোন বা পাঞ্জাবি, কাউকেই হেনস্থা করা উচিত নয়।' অমর্ত্য সেন আরও বলেন,'... এগুলি আলোচনার কোনও প্রয়োজন নেই। এটা আমাদের সংবিধান থেকে,.. প্রথম থেকেই পরিস্কারভাবে বলা আছে।..এটা শুধু আঞ্চলিক অধিকার, তা নয়, সমস্ত ভারতবাসীরই এই অধিকার আছে, বলেছেন তিনি। </p> <p> </p>
from india https://ift.tt/XhPq60Z
via IFTTT
0 Comments