<p><span style="font-weight: 400;"><strong>নয়াদিল্লি:</strong> নিষেধাজ্ঞা অগ্রাহ্য় করে ইরানের থেকে তেল এবং তৈলপণ্য কেনার অভিযোগ। ভারতের ছ’টি সংস্থাকে নিষিদ্ধ করল আমেরিকা। আমেরিকার দাবি, তেল ও তৈলপণ্য বিক্রির টাকায় পশ্চিম এশিয়ায় সংঘাত জিইয়ে রাখছে ইরান, সন্ত্রাসে আর্থিক মদত জোগাচ্ছে, দমনপীড়ন চালাচ্ছে। তাই তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে নিষেধাজ্ঞা বসানো হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করছে কিছু সংস্থা। (United States)</span></p> <p><span style="font-weight: 400;">নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের থেকে তেল ও তৈলপণ্য কেনার জন্য মোট ২০টি সংস্থাকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে আমেরিকার বিদেশ বিভাগ। সেই তালিকায় ভারতের ছয়টি সংস্থা রয়েছে। আমেরিকার বিদেশমন্ত্রকের বক্তব্য, ‘পশ্চিম এশিয়ায় সংঘাত জিইয়ে রাখছে ইরান। সেখানকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। যে টাকার জোরে এই কাজ চালিয়ে যাচ্ছে তারা, তার জোগান বন্ধ করতে পদক্ষেপ করছে আমেরিকা’। (US-Iran Trade Indian Companies)</span></p> <p><span style="font-weight: 400;">ভারতের যে ছ’টি সংস্থার উপর আমেরিকার নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এসেছে, সেগুলি হল- Alchemical Solutions Private Limited, Global Industrial Chemicals Limited, Jupiter Dye Chem Private Limited, Ramniklal S Gosalia And Company, Persistent Petrochem Private Limited এবং Kanchan Polymers. </span></p> <p><span style="font-weight: 400;">এর মধ্যে Alchemical Solutions Private Limited (Alchemical Solutions)-এর বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ। বলা হচ্ছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ইরানের একাধিক সংস্থার কাছ থেকে তারা ৮৪ মিলিয়ন ডলার মূল্য়ের পেট্রোকেমিক্যাল পণ্য কিনেছে ও আমদানি করেছে। </span></p> <p><span style="font-weight: 400;">দ্বিতীয় স্থানে থাকা Global Industrial Chemicals Limited (Global Industrial)-এর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে মিথানল-সহ ইরান থেকে ৫১ মিলিয়ন ডলারের পণ্য কেনা ও আমদানির অভিযোগ রয়েছে।</span></p> <p><span style="font-weight: 400;"> Jupiter Dye Chem Private Limited (Jupiter Dye Chem)-এর বিরুদ্ধে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ইরানের কাছ থেকে ৪৯ মিলিয়ন ডলারের পণ্য কেনা ও আমদানির অভিযোগ। বাকি সংস্থাগুলির মধ্যে কেউ ২২, কেউ ১৪, কেউ আবার ১.৩ মিলিয়ন ডলার মূল্যের পেট্রোপণ্য ইরান থেকে কিনেছে বলে অভিযোগ।</span></p> <p><span style="font-weight: 400;">আমেরিকার দাবি, নিষেধাজ্ঞার কথা জেনেও ইরানের কাছ থেকে পণ্য কিনে, তা দেশে নিয়ে গিয়েছে এই ছ’টি ভারতীয় সংস্থা। তাই অনুচ্ছেদ ১৩৮৪৬ নম্বর এগজিকিউটিভ অর্ডারের অনুচ্ছেদ ৩ (A) (iii)-এর আওতায় তাদের নিষিদ্ধ করা হল। আমেরিকার নিষেধাজ্ঞা অনুযায়ী, আমেরিকায় ওই সব সংস্থার যত সম্পত্তি রয়েছে, বা আমেরিকার কোনও নাগরিকের নিয়ন্ত্রণে তাদের যত সম্পত্তি রয়েছে, তা ব্লক বাজেয়াপ্ত করা হল। আমেরিকার দাবি, কাউকে শাস্তি দেওয়া তাদের লক্ষ্য নয়, বরং আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানোই লক্ষ্য।</span></p>
from india https://ift.tt/7T2l4vN
via IFTTT
0 Comments